ছুটির দিনে যাত্রী হয়রানি, হাওড়া ডিভিশনের বেশ কিছু ট্রেনের বদলে গেল সময়

আজ ছুটির দিনে আচমকাই বদলে গেল ট্রেনের টাইম টেবিল। যে কারণে চমকে গিয়েছেন রেল যাত্রীরা। হাওড়া ডিভিশনের (Howrah Devision) যাত্রীদের জন্য আজ রবিবার বড় খবর…

short-samachar

আজ ছুটির দিনে আচমকাই বদলে গেল ট্রেনের টাইম টেবিল। যে কারণে চমকে গিয়েছেন রেল যাত্রীরা। হাওড়া ডিভিশনের (Howrah Devision) যাত্রীদের জন্য আজ রবিবার বড় খবর প্রকাশ্যে এল। আপনিও যদি আজ ট্রেনে ওঠার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আজকের এই লেখাটি রইল শুধুমাত্র আপনার জন্য।

   

এমনিতে বিগত কিছু সময় ধরে কিছু না কিছু কারণে জেরে হয় ট্রেন বাতিক নয়তো ট্রেনের রুট বদল যাত্রাপথ সংক্ষিপ্ত করছে রেল। এবারও তার ব্যতিক্রম ঘটল না। কিন্তু এবার রেল এমন এক সিদ্ধান্ত নিল যারপরে হয়তো মাথায় হাত পড়তে পরে হাজার হাজার যাত্রীর। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ রবিবার সকাল সকাল দক্ষিণ-পূর্ব রেলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করতে দেখা যায়। আর এই পোস্ট দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়েছে সকলের। আপনিও যদি ট্রেন নম্বর ০৭২২২ সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনের টিকিট কেটে থাকেন তাহলে আপনার জন্য রইল বড় খবর।

রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেনটির টাইম টেবিল আজ অর্থাৎ ১৮ আগস্ট বদলে দেওয়া হয়েছে। এই ট্রেনটি ছাড়ার কথা ছিল দুপুর ১২:২০ নাগাদ। কিন্তু কিছু কারণে এটি আজ সাঁতরাগাছি থেকে ১৮:৩০ মিনিট নাগাদ ছেড়ে যাবে। হয়রানির জন্য ইতিমধ্যে রেলের তরফে ক্ষমা অবধি চেয়ে নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, যারা ট্রেন নম্বর ১২০২২ বরবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছেন তাঁদের উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। জানানো হয়েছে, এই ট্রেনটি আজ দুপুর ১৩:৪০-এর বদলে বরবিল থেকে বিকেল ১৭:২০ মিনিট নাগাদ ছেড়ে যবে হাওড়ার উদ্দেশ্যে।