Food department Scam:খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, পুলিশের জালে দুই

রাজ্যে শিক্ষা দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এর আগে গ্রেফতার হয়েছে অনেকে। নেতা মন্ত্রী থেকে মিডিল ম্যান অনেকেই এখন গারদে। এই আবহে দুদিন আগে…

narendrapur police station

রাজ্যে শিক্ষা দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এর আগে গ্রেফতার হয়েছে অনেকে। নেতা মন্ত্রী থেকে মিডিল ম্যান অনেকেই এখন গারদে। এই আবহে দুদিন আগে কলকাতা হাইকোর্ট প্রায় ২৫ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে। রাজ্য খাদ্য দপ্তরের চাকরি দেওয়ার নামে দুইজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলার থেকে তারা লক্ষাধিক টাকা হাতিয়েছে।

খাদ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালাচ্ছিল শম্ভুনাথ মিস্ত্রি এবং সমীরণ হালদার। শম্ভুনাথের বাড়ি হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায় এবং সমীরণ কল্পির বাসিন্দা। এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল নরেন্দ্রপুর থানার পুলিশ। তদন্তে নেমে তাঁদের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এক মহিলাকে খাদ্য দফতরের চাকরি দেওয়ার নাম করে তাঁর থেকে আট লাখ টাকা নেওয়া হয়। এরপর সরকারি নথি জাল করে ওই মহিলাকে ভুয়ো নিয়োগপত্র এবং জাল অর্ডার কপি দেওয়া হয়।

Advertisements

মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। জাল নথি দেখেই সন্দেহ হয় ওই মহিলার। পুলিশ মনে করছে এই চক্রের নেপথ্যে মাস্টারমাইন্ড তারাই। টাকা দিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত তারা। তবে এই চক্রের পিছনে এর কেউ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তারা। ধৃতদের বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।