মোদীর মন্ত্রীসভার বাংলার দুই! জল্পনায় ভাসছে দুই নাম

মোদীর মন্ত্রীসভায় কি জায়গা পেতে চলেছেন বাংলার দুই সাংসদ? জোর জল্পনা ভাবছে চারিদিকে। বঙ্গ বিজেপির অন্দরেই চলেছে গুঞ্জন। আদেও কি শিকে ছিঁড়তে চলেছে বাংলায় কোনও…

narendra-modi-suresh-gopi-actor-mp-contemplates-exiting-minister-role-to-reprise-film-career-soon-after-swearing-in

মোদীর মন্ত্রীসভায় কি জায়গা পেতে চলেছেন বাংলার দুই সাংসদ? জোর জল্পনা ভাবছে চারিদিকে। বঙ্গ বিজেপির অন্দরেই চলেছে গুঞ্জন। আদেও কি শিকে ছিঁড়তে চলেছে বাংলায় কোনও জয়ী প্রার্থী, বাংলা কি পেতে পারে কোনও পূর্ণমন্ত্রী নাকি আবারও প্রতিমন্ত্রী দিয়েই বাংলাকে সাইডলাইন করা হতে পারে, আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে যে, বঙ্গ বিজেপির দুই প্রার্থী যথাক্রমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শান্তনু ঠাকুরের কাছে ফোন গিয়েছে বিজেপির একদম উপর মহল থেকে। জানা গিয়েছে তাঁদের ফোন করছেন স্বয়ং মোদী! শুধু তাই নয় তাঁরা ইতিমধ্যে দিল্লিও রওনা দিয়ে দিয়েছেন। সকাল ১১টা ৩০ মিনিটে মোদীর আমন্ত্রিত চা চক্রে তাঁদের উপস্থিত থাকার কথা।

   

শোনা গিয়েছিল মোদী ক্যাবিনেটে আইনমন্ত্রীর পদ পেতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় ইতিমধ্যেই বাংলার আরও এক নবনির্বাচিত সাংসদের কাছে এসে গিয়েছে ফোন। সূত্রের খবর, ফোন পেয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তারপর থেকেই তাঁর মন্ত্রী হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত মতুয়া ভোটের কথা মাথায় নিয়ে তাঁকে ফের মন্ত্রী করা হতে পারে । সূত্রের খবর, যাঁরা ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন তাঁদের সরাসরি ফোন করছেন নরেন্দ্র মোদী। পরবর্তীতে ক্যাবিনেট সেক্রেটারির ফোন আসার কথা। এদিকে শান্তনু ঠাকুরের কাছে ফোন এলেও কে তাঁকে ফোন করেছেন তা এখনও স্পষ্ট নয়।