বাঘাযতীন, ট্যাংরার পর বাগুইআটি, শহরে হেলে পড়ল জোড়া বহুতল!

কলকাতা: বাঘাযতীন, ট্যাংরার পর এবার বাগুইআটিতে হেলে পড়ল বহুতল। তাও আবার একটি নয়, বাগুইআটির জগৎপুরে জোড়া ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছে বলে খবর। ওই ফ্ল্যাটবাড়ি দু’টির মধ্যে…

two building tilted in baguiati

কলকাতা: বাঘাযতীন, ট্যাংরার পর এবার বাগুইআটিতে হেলে পড়ল বহুতল। তাও আবার একটি নয়, বাগুইআটির জগৎপুরে জোড়া ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছে বলে খবর। ওই ফ্ল্যাটবাড়ি দু’টির মধ্যে একটি বিধাননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে এবং দ্বিতীয়টি ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত। খবর পেয়েই অকুস্থলে ছুটে যান বিধাননগর পৌরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল৷ বিধাননগর পুরসভায় লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। (two building tilted in baguiati)

পুকুর বুজিয়ে ফ্ল্যাট two building tilted in baguiati

বৃহস্পতিবার সকালে বিধাননগর পৌরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে জগৎপুরের নেতাজিপল্লিতে একটি বহুতল ফ্ল্যাটবাড়ি হেলে পড়ে। স্থানীয়দের অভিযোগ, পুকুর বুজিয়ে ওই ফ্ল্যাটবাড়িটি তৈরি করা হয়েছিল। সে কারণেই এই বিপত্তি৷ এদিকে বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর বক্তব্য, ওই দু’টি ফ্ল্যাটই বাম আমলে বেআইনি ভাবে তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেই তাঁর আশ্বাস। বাড়ি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ওই বাড়ির মালিক মিঠুন কর৷ তবে যে কোনও সময় মাথার উপর থেকে ছাদ সরে যেতে পারে বলে আশঙ্কায় রয়েছে ফ্ল্যাটবাড়ি দুটির আবাসিকরা৷ 

   

বাম সরকারকে দোষ two building tilted in baguiati

বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা গোটা বিষয়টার জন্য দায়ী করেছে পূর্বতন বাম সরকারকে৷ তাঁর দাবি, এই বাড়িগুলি বাম আমলেই তৈরি হয়েছিল বেআইনি ভাবে। তিনি বলেন, ‘‘যখন এই বাড়ি তৈরি হয়েছিল, তখন এই এলাকাটি বিধানননগর পুরসভার অন্তর্গত ছিল না৷ আমি খোঁজ নিয়ে জেনেছি যে, এই বাড়ি দুটি তৈরি হয়েছিল ২০০৩-০৪ সালে। সেটা ছিল বাম জমানা। কিন্তু এখন আমরা ক্ষমতায় রয়েছি, তাই আমাদের যা যা করণীয়, সবটাই করা হচ্ছে। আমাদের কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে দেখছেন।’’

একই দিনে আরেকটি বাড়ি হেলে যাওয়ার খবর মেলে৷ বিধাননগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারায়ণপুর অঞ্চলেও একটি ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছে৷ প্রতিটা মুহূর্ত আতঙ্কের মধ্যে কাটাচ্ছেন ওই বহুতলের বাসিন্দারাও।