Bangladesh: রাতেই জোড়া ফাঁসি, মৃত্যুভয়ে কাঁপছে ধর্ষক-খুনিরা

নিউজ ডেস্ক: ধর্ষণ ও খুনে দোষী প্রমাণিত দুই আসামীর মৃত্যুদণ্ড কার্যকর করতে চলেছে বাংলাদেশ সরকার। সোমবার রাতেই হবে ফাঁসি। সময় যত এগিয়ে আসছে তত মৃত্যু…

Bangladesh approves death penalty for rape

নিউজ ডেস্ক: ধর্ষণ ও খুনে দোষী প্রমাণিত দুই আসামীর মৃত্যুদণ্ড কার্যকর করতে চলেছে বাংলাদেশ সরকার। সোমবার রাতেই হবে ফাঁসি। সময় যত এগিয়ে আসছে তত মৃত্যু ভয়ে কাঁপছে ধর্ষকরা। ফাঁসি হবে আজিজুল ও কাল্টুর। দুজনের বয়স ৫০ বছর। যশোর কেন্দ্রীয় কারাগারের ফাঁসি হবে তাদের।

Advertisements

২০০৩ সালের কমেলা খাতুন ও তার বান্ধবী ফিঙ্গে বেগমকে খুন করা হয়। খুনের আগে তাদের দুজনকে ধর্ষণ করা হয়। এই মামলায় ২০০৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চার আসামীকে মৃত্যুদণ্ড দেয়। পরে আপিল বিভাগ একজনের শাস্তি কমিয়েছে। এক আসামী মৃত। বাকি দুজন আজিজুল ও কাল্টুর ফাঁসির সাজা বহাল রাখেন রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান বলেন, দুই আসামির ফাঁসির রায় কার্যকর করার আইনি প্রক্রিয়া সম্পন্ন। সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ফাঁসি দিতে পাঁচ জল্লাদ প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আসামীদের পরিবারের পক্ষ থেকে শেষ দেখা করে গেছেন অনেকেই।