Job Scam: টাকা নিয়ে দমকলে চাকরি দিয়েছেন তৃণমূল বিধায়ক, এই অভিযোগে হাইকোর্টে মামলা

শিক্ষা দফতর, পুরসভায় টাকার বিনিময়ে চাকরি, গোরু পাচার মামলার তদন্ত চলছে। জর্জরিত শাসকদল তৃণমূল কংগ্রেস। জেলে প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ও নেতারা। এবার দমকল বিভাগে টাকার বিনিময়ে চাকরির (Job Scam) অভিযোগে হাইকোর্টে মামলা। অভিযুক্ত টিএমসি বিধায়ক।

TMC logo with flowers in the background

শিক্ষা দফতর, পুরসভায় টাকার বিনিময়ে চাকরি, গোরু পাচার মামলার তদন্ত চলছে। জর্জরিত শাসকদল তৃণমূল কংগ্রেস। জেলে প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ও নেতারা। এবার দমকল বিভাগে টাকার বিনিময়ে চাকরির (Job Scam) অভিযোগে হাইকোর্টে মামলা। অভিযুক্ত টিএমসি বিধায়ক।

নদীয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার নামে অভিযোগ, তিনি টাকার বিনিময়ে দমকল বিভাগে চাকরি দিয়েছেন। এবার তাঁর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। বিচারপতি রাজাশেখর মান্থার কাছে মামলার অনুমতি চেয়েছেন তিনি।

এর আগেও চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। সরকারি দফতর ও স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছে।এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দমকল বিভাগে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ।

Advertisements

অভিযোগ, নদীয়া জেলা পরিষদের সদস্যা টিনা সাহা ভৌমিকের থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন বিধায়ক তাপস সাহা।অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। তাঁর দাবি, চক্রান্ত করা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য বিধায়কের তরফে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছে, সেখানে এবিষয়ে উল্লেখ করেছেন বিজেপি নেতা।