কলেজের বান্ধবী সুপ্তিকে মানিকতলায় প্রার্থী করলেন মমতা

নবান্নের বৈঠকেই মানিকতলার উপনির্বাচনে প্রার্থী হিসেবে সুপ্তি পাণ্ডের (Supti Pandey) নাম চূড়ান্ত হয়েছিল। আজ, শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসের তরফে তা জানিয়ে দেওয়া হল।…

নবান্নের বৈঠকেই মানিকতলার উপনির্বাচনে প্রার্থী হিসেবে সুপ্তি পাণ্ডের (Supti Pandey) নাম চূড়ান্ত হয়েছিল। আজ, শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসের তরফে তা জানিয়ে দেওয়া হল। মানিকতলার প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী হলেন সুপ্তি পাণ্ডে (Supti Pandey)। কলেজে পড়ার সময়ে সুপ্তি মমতার সহপাঠী ছিলেন। তাঁর সঙ্গে মমতার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো।

সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেও ওই আসনে প্রার্থী হতে আগ্রহী ছিলেন বলে তৃণমূলের অন্দরের খবর। তবে সূত্রের খবর, মমতা শ্রেয়াকে প্রার্থী করতে খুব আগ্রহী ছিলেন না। এছাড়া নাম উঠেছিল মমতা ঘনিষ্ঠ এক প্রাক্তন আমলারও। তবে, শেষপর্যন্ত সাধন পাণ্ডের পরিবারেই বা বলা ভালো নিজের বান্ধবীর উপরই ভরসা রাখলেন মমতা।

   

২০২৩ এর উপনির্বাচনে সাগরদিঘি বিধানসভা জিততে পারেননি মমতার আত্মীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাসের কাছে প্রায় ২৩ হাজার ভোটে পরাজিত হন তিনি। পরে অবশ্য বাইরন তৃণমূলে যোগ দেন। এখন দেখার মমতার কলেজ-কালের বান্ধবী সুপ্তি পাণ্ডে বিধানসভা উপনির্বাচনে মানিকতলায় ঘাসফুল ফোটাতে পারেন কি না।

বিধানসভা উপনির্বাচনে বিজেপি সাংসদের বোনকে প্রার্থী করল তৃণমূল

একুশের নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হন সাধন পাণ্ডে। ২০ হাজার ২৩৮ ভোটে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারান তিনি। ২০২২-র ফেব্রুয়ারিতে মৃত্যু হয় সাধন পাণ্ডের।

তারপর থেকে এই কেন্দ্রটি বিধায়কহীন হয়ে পড়েছিল। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে উপনির্বাচনের বিধান থাকলেও, মানিকতলা কেন্দ্রের ক্ষেত্রে তা হয়নি। গণনায় কারচুপির অভিযোগে ফলাফল বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সেই মামলার সম্প্রতি নিষ্পত্তি ঘটেছে। আদালত উপনির্বাচনের নির্দেশ দিয়েছে।

সকাল সকাল সুখবর! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস

একটা সময় বামেদের দুর্গ ছিল মানিকতলা। সিটু নেতা শ্যামল চক্রবর্তী এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন। ২০১১ সাল থেকে টানা তিনবার মানিকতলার বিধায়ক হিসেবে নির্বাচিত হন সাধন পাণ্ডে। ২০২১-এ মানিকতলা কেন্দ্রে জয়ী হন সাধন পাণ্ডে। তিনি ৬৭ হাজার ৫৭৭ ভোট পেয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কল্যাণ চৌবে পেয়েছিলেন ৪৭ হাজার ৩৩৯টি ভোট।

আগামী ১০ জুলাই মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ কেন্দ্রে উপনির্বাচন। ভোটগণনা হবে ১৩ জুলাই। নির্বাচন কমিশন জানিয়েছে, উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন। ২৬ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের ৬টি রাজ্যের ৯টি কেন্দ্রে ১০ জুলাই উপনির্বাচন হবে।

সবচেয়ে সস্তা দার্জিলিং-মালদহে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পেট্রোলের দাম জানুন