সোমবার বাতিল একাধিক ট্রেন, শিয়ালদহ শাখায় চরম দুর্ভোগের আশঙ্কা

ঘূর্ণিঝড় রেমালের কথা মাথায় রেখে সোমবার বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল রেল। রেলের সূত্রে জানা হয়েছে যেহেতু আগামী দু’দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস আছে…

local-trains-cancelled-traffic-block-for-work-in-sealdah-division

ঘূর্ণিঝড় রেমালের কথা মাথায় রেখে সোমবার বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল রেল। রেলের সূত্রে জানা হয়েছে যেহেতু আগামী দু’দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস আছে তাই আগেভাগে সতর্ক থাকতে চাইছে রেল। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করেছিল রেল। শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল ছিল বেশ কিছু লোকল ট্রেন। এবার সোমবার সেই তালিকাটা আরও দীর্ঘ করল রেল।

সোমবার বাতিল ট্রেনের তালিকা :

   

শিয়ালদহ-সোনারপুর: ৩৪৪২৬ ও ৩৪৪২৪

• শিয়ালদহ-বারুইপুর: ৩৪৬১৪ ও ৩৪৬১৩

• বারুইপুর-লক্ষ্মীকান্তপুর: ৩৪৩৩২ ও ৩৪৩৩১

 সোনারপুর-ডায়মন্ড হারবার: ৩৪৮৮২ ও ৩৪৮৮১

• ডায়মন্ড হারবার-বারুইপুর: ৩৪৮৯১ ও ৩৪৮৯২

পূর্ব রেলের শিয়ালদহ শাখা থেকে জানানো হয়েছে, ঝড়ের পরিস্থিতি কেমন থাকছে তা বিবেচনা করে পরবর্তীতে ট্রেন বাতিল বা সময়সূচিতে বদলের বিষয়ে জানানো হবে।

ইতিমধ্যেই হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ ৬ জেলায় আজ লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৮০-৯০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। সঙ্গে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঝড়বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূমেও।