লোকাল ট্রেনে আগুনের ফুলকি! শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন পরিষেবা

রবিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় থমকে গেল ট্রেন (Train) পরিষেবা। যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেনের চাকা থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। যাত্রীদের তরফে জানা গিয়েছে…

local train

রবিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় থমকে গেল ট্রেন (Train) পরিষেবা। যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেনের চাকা থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। যাত্রীদের তরফে জানা গিয়েছে যে, ডায়মন্ড হারবারগামী লোকাল ট্রেনে আচকা আগুনের ফুলকি বেরোতে থাকে, তখন ট্রেন সুভাষগ্রাম স্টেশনে। এই আতঙ্কে যাত্রীরা চিৎকার শুরু করে। তখনই ট্রেনের চালক ট্রেন থামিয়ে দেন।

সবজি বাজার আগুন, মহার্ঘ মাছ-মাংস, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

   

রবিবার শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল লোকাল ট্রেনটি। বেলা ১২টা ১২ মিনিট নাগাদ সুভাষগ্রামে পৌঁছনোর পর যাত্রীরা ট্রেনের চাকার উপরে আগুনের ফুলকি দেখতে পান। প্ল্যাটফর্ম থেকেই চিৎকার করে ওঠেন অনেকে। দাঁড়িয়ে যায় ট্রেন।

পাড়ায় দাদাগিরি, মহিলাকে ঠাটিয়ে চড়! তৃণমূল নেতাকে জেলে ঢোকাল পুলিশ

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছায় রেলের আধিকারিকরা। তবে আপাতত ট্রেন ওই স্টেশনেই দাঁড়িয়ে। ফলে শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বারুইপুর, কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুরের দিকে ট্রেন যেতে পারছে না।

কীভাবে ট্রেনের নিচে আগুন লাগল, নেপথ্যে কী কারণ তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কোনও যান্ত্রিক গোলযোগ, নাকি অন্য কোনও ঘটনা তা খতিয়ে দেখছে রেল। রেলের ইঞ্জিনিয়ররাও ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। প্রসঙ্গত, শনিবারের পর রবিবারও শিয়ালদহ সেকশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল রয়েছে। নৈহাটি স্টেশনের কাছে কাজের জন্য বাতিল করা হয়েছে ট্রেন। ঘুরপথে চলছে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও। দু’দিন আগে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে দেখা গিয়েছিল পূর্ব রেলকে।