হাওড়া স্টেশনে ট্রেন বিভ্রাট, প্ল্যাটফর্মে দুর্ভোগ যাত্রীদের

বুধবার সকালে হাওড়া স্টেশনে (Howrah Station) গিয়ে দুর্ভোগের মুখে পড়লেন নিত্য যাত্রীরা। কারশেডের দিকে যাওয়ার পথে একটি ট্রেনের ব্রেকে সমস্যা দেখা দিয়েছিল। এরপর ব্রেক বাইন্ডিং…

Train Disruption at Howrah Station, Passengers Face Inconvenience on Platforms

বুধবার সকালে হাওড়া স্টেশনে (Howrah Station) গিয়ে দুর্ভোগের মুখে পড়লেন নিত্য যাত্রীরা। কারশেডের দিকে যাওয়ার পথে একটি ট্রেনের ব্রেকে সমস্যা দেখা দিয়েছিল। এরপর ব্রেক বাইন্ডিং হয়ে সেখানেই ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এই ট্রেনের ব্রেক খারাপ হয়ে যাওয়ার পর হাওড়া স্টেশনের চারটি প্ল্যাটফর্ম একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে।

হাওড়ার স্টেশনের চারটি প্ল্যাটফর্ম ১, ২, ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বুধবার সকাল ১০টা ২৪ মিনিট নাগাদ ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে কারশেডের দিকে যাওয়ার পথে বন্ধ হয় সেই ট্রেনটি। এরপর বেলা ১১ টা ২৯ মিনিটে সেই ট্রেনটিকে সেখান থেকে সরানো হয়।

   

যদিও ট্রেনটিকে সরানো হলেও ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন নিত্য যাত্রীরা। সেইসঙ্গে তারা জানিয়েছেন, এখনও বহু ট্রেন দাঁড়িয়ে রয়েছে হাওড়ার আগে। এদিকে রেলের দাবি, ট্রেন বিভ্রাটের জেরেই গড়ে ১৫ মিনিট করে দেরিতে চলেছে কয়েকটি লোকাল ট্রেন।

রেলের তরফে ওঠা দাবি নস্যাৎ করে দিয়েছে যাত্রীরা। তারা রীতিমতো রেলের দাবি মানতে নারাজ। ব্যান্ডেলের এক যাত্রী শৌভিক দে জানিয়েছেন, “সাড়ে ১১ টার পর প্রায় ৪০ মিনিট ধরে হাওড়া স্টেশনের বাইরে ট্রেন দাঁড়িয়ে। প্রায় দিনই যদি এ রকম ঘটতে থাকে, তা হলে তো খুবই মুশকিল।”

এর পাশাপাশি চন্দননগরের বাসিন্দা শোভন গোস্বামী বলেন, “১১ টা ৪৫ থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ট্রেন দাঁড়িয়েছিল হাওড়ার বাইরে। ট্রেন চলাচল কোথায় স্বাভাবিক হয়েছে?”