একের পর এক ট্রেন বাতিল! শিয়ালদহ স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভ

ট্রেন বাতিলের জেরে শিয়ালদহ (Sealdah) স্টেশনে যাত্রী বিক্ষোভ। স্টেশন মাস্টারের অফিসে গিয়ে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন যাত্রীরা। ঘটনাটি শনিবার রাতের। শিয়ালদহ থেকে শেষ বনগাঁ লোকাল…

Sealdah Station in Kolkata, showing a bustling scene with passengers and trains. The station is large and busy, with numerous people walking and waiting on the platforms. The image captures the dynamic atmosphere of one of the city's major railway hubs.

ট্রেন বাতিলের জেরে শিয়ালদহ (Sealdah) স্টেশনে যাত্রী বিক্ষোভ। স্টেশন মাস্টারের অফিসে গিয়ে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন যাত্রীরা। ঘটনাটি শনিবার রাতের। শিয়ালদহ থেকে শেষ বনগাঁ লোকাল রাত ১১টা ৫০ মিনিটে ছাড়ে। কিন্তু শনিবার রাতে শিয়ালদহ স্টেশনে এসে যাত্রীরা জানতে পারেন, ট্রেনটি বাতিল হয়েছে।

যাত্রীদের অভিযোগ, ট্রেন বাতিল থাকলেও ১১টা ৪০ মিনিটে টিকিট দেওয়া হয়েছে। তাঁদের প্রশ্ন, ট্রেন বাতিল থাকলে টিকিট দেওয়ার যৌক্তিকতা কোথায়? এই অভিযোগ তুলে স্টেশন মাস্টারের অফিসে বিক্ষোভ দেখান যাত্রীরা। রেলের কাছে বিকল্প ব্যবস্থার দাবি করেন যাত্রীরা। যদিও তাতে কোনও লাভ হয়নি।

   

স্টেশন মাস্টারের তরফে জানানো হয়, ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি আগেই দেওয়া হয়েছিল। পেপারে বিজ্ঞপ্তি দেওয়ার পাশাপাশি সমস্ত স্টেশনে Public Address System-এর মাধ্যমে ঘোষণা করা হয়েছে।

ছুটির দিনে কি কমল সোনার দাম? জানুন কলকাতার রেট

প্রসঙ্গত, রেল লাইনে কাজের জন্য শিয়ালদহ ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। হাওড়া-বর্ধমান শাখাতেও ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। দু’একটি ট্রেন যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে রেল।

রেলের আধিকারিকরা জানিয়েছেন, শনিবার রাতে দমদম জংশনের ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এটি রুটিন মেরামতির কাজ। রবিবার সকালেও ওই লাইনে রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই কারণেই বাতিল করা হয়েছে কিছু লোকাল। কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সূচিতেও পরিবর্তন করা হয়েছে।

রবিবার হাওড়া ডিভিশনে বাতিল প্রচুর লোকাল ট্রেন, দেখুন তালিকা

লোকাল ট্রেন চলাচলে এই বিঘ্ন ঘটার জন্য রেলের তরফে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রেল সূত্রে দাবি, রবিবার যাত্রীদের চাপ কিছুটা কম থাকে। সেই কারণেই কাজ করা হচ্ছে। এর ফলে যাত্রী পরিষেবা কিছুটা ব্যাহত হলেও রেলের আধুনিকীকরণের জন্য এই কাজ অত্যন্ত প্রয়োজন।