লরি-অ্যাম্বুল্যান্স ভয়াবহ সংঘর্ষ, মৃত ৩

কল্যাণীর হরিণঘাটায় লড়ির এবং অ্যাম্বুল্যান্সের সংঘর্ষের ফলে র্মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় প্রাণ হারিয়েছে দুই মহিলা সহ এক শিশু। এছাড়া ৪ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার…

Tragic Collision Between Truck and Ambulance

কল্যাণীর হরিণঘাটায় লড়ির এবং অ্যাম্বুল্যান্সের সংঘর্ষের ফলে র্মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় প্রাণ হারিয়েছে দুই মহিলা সহ এক শিশু। এছাড়া ৪ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার গভীর রাতে জাতীয় সড়ক ১২ এর জাগুলি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের পাকুড় থেকে কলকাতায় একটি রোগী নিয়ে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। সেই সময় উলটো দিক থেকে দ্রুত আসছিল একটি ১২ চাকার লরি। দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে অ্যাম্বুল্যান্সটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং লরিটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের পর যাত্রীরা গাড়ি থেকে ছিটকে পড়ে রাস্তায়।

   

স্থানীয়রা বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে এক শিশু এবং দুটি মহিলা রয়েছেন। আহতদের মধ্যে ৪ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হয়েছে।

এদের সবাই পড়শি রাজ্য ঝাড়খণ্ডের পাকুর জেলার বাসিন্দা। মৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে যোগাযোগ করছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, কুয়াশা, অতিরিক্ত গতিবেগ অথবা একটি গাড়ির হঠাৎ করে পথ পরিবর্তন করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সব দিক খতিয়ে দেখার কথা জানিয়েছে।

এ দুর্ঘটনা পুনরায় পথ নিরাপত্তার গুরুত্বকে সামনে এনেছে। জাতীয় সড়ক ১২-এ রাত্রিকালীন সময়ে এই ধরনের দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, এবং স্থানীয়রা দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার দাবি জানিয়েছেন।