কলকাতা: সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। এর মধ্যেই আজ, বুধবার শহরে রয়েছে একাধিক রাজনৈতিক ও সামাজিক মিছিল। স্বভাবতই, শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে (Traffic Alert) আনছে কলকাতা ট্রাফিক পুলিশ। সকাল থেকে কোথায় কোন রাস্তায় সমস্যা হতে পারে, কোথায় রয়েছে বিকল্প ব্যবস্থা—তা আগেভাগে জেনে নেওয়াই ভালো।
প্রথম মিছিল: কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং
আজ দুপুর ১টা নাগাদ একটি বড় মিছিল আয়োজিত হচ্ছে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, মিছিলটি শুরু হবে কলেজ স্কোয়ার থেকে। এরপর নির্মলচন্দ্র দে স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এসএন ব্যানার্জি রোড ধরে এগোবে ডোরিনা ক্রসিং পর্যন্ত।
এই রুটে বেলা ১০টা থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হয়ে গিয়েছে। মিছিলে বড় জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায়, যান চলাচল ব্যাহত হতে পারে বলে আগেই সতর্কতা জারি করেছে ট্রাফিক বিভাগ।
বিকল্প রাস্তার পরামর্শ:
যাত্রীদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে, শিয়ালদহ থেকে যাওয়ার সময় ব্যবহার করা হোক এমজি রোড, রাজাবাজার, বেকবাগান, পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণির মতো বিকল্প রাস্তাগুলি।
দ্বিতীয় মিছিল: ভাঙড় ব্রিজ থেকে ঘটকপুকুর বাজার
শুধু কেন্দ্রীয় কলকাতা নয়, শহরতলিতেও রয়েছে মিছিলের প্রভাব। দুপুর ৩টে নাগাদ শুরু হবে আর একটি বড় মিছিল—ভাঙড় ব্রিজ থেকে ঘটকপুকুর বাজার পর্যন্ত। এই মিছিলে অংশ নিতে পারেন প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ। ফলে, ওই এলাকায় যান চলাচলে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বৃষ্টিতে জলজট নয়, তবে কোথাও কোথাও ধীর ট্রাফিক
সকাল থেকে শহরে বৃষ্টি হলেও এখনও পর্যন্ত কোনও বড় জলজট বা রাস্তা ডুবে যাওয়ার খবর মেলেনি। যদিও কিছু কিছু এলাকায় সকালে ট্রাফিক কিছুটা ধীর ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাফিকের চাপও বাড়বে বলে জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ।
ট্রাফিক আপডেটের জন্য নজরে রাখুন এই নম্বরগুলি:
নিয়মিত ট্রাফিক আপডেট জানতে কলকাতা ট্রাফিক পুলিশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই হেল্পলাইন নম্বরগুলিতে:
2214-1457, 2250-5096, 2214-3644
দুপুর ১টায় কলেজ স্কোয়ার-ডোরিনা রুটে মিছিল
দুপুর ৩টায় ভাঙড় ব্রিজ থেকে ঘটকপুকুর বাজার পর্যন্ত মিছিল
সকাল ১০টা থেকে বেশ কিছু রাস্তায় নিয়ন্ত্রণ
বিকল্প রাস্তা: পার্ক স্ট্রিট, এমজি রোড, শেক্সপিয়র সরণি