টোটোর ‘অবাধ’ চলাফেরায় লাগাম, রুট বেঁধে দিল রাজ্য সরকার

অটোর মতো এবার থেকে টোটোরও (TOTO) রুট নির্ধারণ করে দেবে রাজ্য সরকার। যাত্রী চাপিয়ে যেখানে খুশি টোটো চলতে পারবে না। পরিবহণে শৃঙ্খলা আনতে এবং শহরের…

Totos to Run on Fixed Routes as State Enforces New Norms

অটোর মতো এবার থেকে টোটোরও (TOTO) রুট নির্ধারণ করে দেবে রাজ্য সরকার। যাত্রী চাপিয়ে যেখানে খুশি টোটো চলতে পারবে না। পরিবহণে শৃঙ্খলা আনতে এবং শহরের যানজট কমাতে টোটোর উপর নিয়ন্ত্রণ আনতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। পরিবহণ দফতর থেকে এ বিষয়ে নতুন নির্দেশিকা প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে।

যত্রতত্র টোটোর ‘অবাধ’ চলাচলে লাগাম

   

গত কয়েক বছর ধরে কলকাতা ও আশপাশের এলাকায় টোটোর সংখ্যা দ্রুত বেড়েছে। পরিবেশবান্ধব ও কম খরচের এই যানটি সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম ভরসা হয়ে উঠলেও, নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে নিত্যদিন যানজট ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। শহরের সরু রাস্তায় যত্রতত্র টোটো দাঁড়িয়ে যাত্রী তুলছে, আবার কোনও রুট মেনে না চলে সরাসরি শহরের ব্যস্ততম মোড়ে চলে আসছে। এর ফলে বাস, অটো এবং প্রাইভেট গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনাও বাড়ছে। পুলিশের একাংশ জানিয়েছে, “টোটোর অবাধ চলাচল শুধু যানজটই নয়, দুর্ঘটনার সম্ভাবনাও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।”

নতুন নিয়মে বাধ্যতামূলক হবে রুট পারমিট

পরিবহণ দফতরের সূত্রে খবর, খুব শিগগিরই টোটো চালকদের জন্য রুট পারমিট বাধ্যতামূলক করা হবে। যেভাবে বর্তমানে অটোচালকদের নির্দিষ্ট রুটে চলতে হয়, সেভাবেই টোটো চালকদেরও নির্ধারিত রুটে চলতে হবে। অনুমোদিত রুটের বাইরে যাত্রী তুলতে বা নামাতে পারবে না কোনও টোটো। এক পরিবহণ দফতরের আধিকারিক বলেন,

Advertisements

 “টোটোর জন্য আলাদা রুট নির্ধারণের কাজ চলছে। শহর, শহরতলি ও জেলার জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরি করা হচ্ছে। রুট নির্ধারণ হলে টোটোচালকদের সঠিক পারমিট নিতে হবে। পারমিট ছাড়া টোটো রাস্তায় নামলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

যাত্রী সুবিধা ও যানজট নিয়ন্ত্রণে নতুন নীতি

সরকারের দাবি, নতুন নিয়ম কার্যকর হলে যাত্রীদের সুবিধা বাড়বে। নির্দিষ্ট রুটে টোটো চললে যাত্রীদের গন্তব্য স্পষ্ট হবে এবং ভাড়ার বিষয়ে কোনও বিভ্রান্তি থাকবে না। একইসঙ্গে শহরের ব্যস্ত রাস্তায় যানজট অনেকটাই কমবে বলে আশাবাদী প্রশাসন।