শুক্রবার লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশে ১৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৮৮ টি নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর আগে এই পর্বে ৮৯টি আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বহুজন সমাজ পার্টির একজন প্রার্থীর মৃত্যুর পর মধ্যপ্রদেশের বেতুলে ভোটগ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ বাংলায় তিন কেন্দ্রে ভোটগ্রহণ। রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আপাতত মোটের ওপর শান্তিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যদিও কমিশনে এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত ২০০টির বেশী অভিযোগ জমা পড়েছে।
পশ্চিমবঙ্গের তিন আসনে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে চলছে ভোটগ্রহণ। সকাল ৯টা পর্যন্ত এই তিন আসনে মোট ভোট পড়েছে ১৫.৬৮ শতাংশ।শুক্রবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে দেশজুড়ে। কমিশন সূত্রে জানা গিয়েছে সকাল ৯টা পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ১৫.৭৪ শতাংশ। আর বালুরঘাটে ভোটদানের হার ১৪.৭৪ শতাংশ এবং রায়গঞ্জে ভোট দানের হার ১৬.৪৬।
গোটা দেশে ভোটের হাত মাত্র ৯.৩ শতাংশ। অর্থাৎ গোটা দেশের ভোটের হার দশ শতাংশের নীচে। নির্বাচন সূত্রে জানা গিয়েছে ১৩টি রাজ্যের মধ্যে সব চেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরাতে। সকাল ৯টা পর্যন্ত ত্রিপুরাতে ভোটদানের হার ১৬.৭।সব চেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ভোটদানের হার ৭.৫ শতাংশ। প্রসঙ্গত সারা দেশ জুড়ে তীব্র দাবদাহের মধ্যে ভোটগ্রহণ চলছে। সেই তাপপ্রবাহের জন্যই কি ভোটদানের হার এত কম? ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভোটদানের হার কোন দিকে যাচ্ছে বলা সম্ভব নয়।