মায়ের আগমনের ক্ষণ গোনা শুরু হয়ে গেছে। শহরের অলিতে-গলিতে সাজো সাজো রব। সেই উপলক্ষে জোড় কদমে চলছে কেনাকাটা। তবুও শারদোৎসবের (Durga Puja 2025) প্রাক্কালে সোনার গয়নার প্রতি বাঙালির দুর্বলতা যেন আরও খানিকটা বেড়ে যায়। আর সেই আবেগকে মর্যাদা দিয়েই, এবার কলকাতার (Kolkata) গুরুত্বপূর্ণ স্থান মল্লিক বাজারে পদার্পণ করল বাংলা ও পূর্ব ভারতের অন্যতম প্রিমিয়াম গয়নার ব্র্যান্ড এম.পি. জে. জুয়েলার্স (MPJ Jewellers)।
রং-তুলিতে ফুটে উঠল ক্রীড়া ও সাহসের গল্প, ICCR শুরু হল বিশেষ প্রদর্শনী
নোনা পুকুর ট্রাম ডিপোর ঠিক পাশেই ১০ সেপ্টেম্বর উদ্বোধন হল এই নতুন শোরুমের (Showroom)। শহরের প্রাণকেন্দ্রে অত্যাধুনিক এবং আকর্ষণীয় শোরুম উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র (Mayor of Kolkata) তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। টলিউড অভিনেত্রী ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর (Tollywood Actor) শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন তারা।

এখানে থাকছে বিভিন্ন বয়সের ও রুচির উপযোগী বিশাল গয়নার সম্ভার। আধুনিক ট্রেন্ডির পাশাপাশি ঐতিহ্যবাহী নকশার গয়না। গলার হার, হাতের বালা, নথ, নেকপিস, পাথরের গয়না থেকে শুরু করে ডায়মন্ড, প্ল্যাটিনাম ও গ্রহরত্ন। সবকিছুই পাওয়া যাবে এক ছাদের নিচে।
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলেন, “আমি অনেকদিন ধরে MPJ পরিবারের সঙ্গে যুক্ত। ওদের গয়নার ডিজাইন যেমন মন কাড়ে, তেমনই ওদের আন্তরিকতাও প্রশংসনীয়। সেই পরিবারের এমন সাফল্য দেখতে পাওয়া এবং তা সকলের সঙ্গে ভাগ করে নিতে পারা আমার জন্য এক আশীর্বাদ। এখানে থাকতে পেরে আমি সত্যিই খুব খুশি। আর শারদ উৎসবের আগে এমন একটা সুবিশাল শোরুম কলকাতার মানুষকে উপহার দেওয়া সত্যিই গর্বের। তাই সবাইকে আমন্ত্রন জানাব এখানে এসে নিজেদের পছন্দ মতো গয়না কেনার।”
অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম জানান, “এই যাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। MPJ Jewellers আজ শুধু গয়নার দোকান নয়, এক বিশ্বাসের নাম। এত বছর ধরে এরা গ্রাহকদের সন্তুষ্ট করে এসেছে। নতুন শোরুম আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, এটাই কাম্য।”
এম.পি. জে. জুয়েলার্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক সৌমিক রায় চৌধুরী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমি অত্যন্ত আনন্দিত, কারণ বহু প্রতীক্ষিত আমাদের নতুন গ্র্যান্ড শোরুম এখন মল্লিক বাজারে আপনাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত। এই নতুন পরিসর আমাদের উদ্ভাবনী ভাবনা, মানের প্রতি অঙ্গীকার এবং গ্রাহকসেবার প্রতিফলন। আমরা আন্তরিকভাবে সকলকে আমন্ত্রণ জানাই। আসুন, দেখুন এবং আমাদের সঙ্গে কেনাকাটা করে এই যাত্রায় সামিল হোন। আপনাদের জন্য আমরা আরও অনন্য ও স্মরণীয় গয়নার সম্ভার নিয়ে আসতে চাই, যা বছরের পর বছর আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে।”
এম.পি. জে. জুয়েলার্সের অন্যতম পরিচালক কৌশিক রায় চৌধুরী বলেন, “ এই নতুন শোরুম MPJ ভবিষ্যতের এক দিশারূপ। গ্রাহকদের ভালোবাসা এবং আস্থাই আমাদের অনুপ্রেরণা। আমরা খুব শীঘ্রই পুজো এবং ধনতেরাস উপলক্ষে এক বিশেষ উৎসব কালেকশন নিয়ে আসব। তাই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের সঙ্গে এই উৎসব মরসুম উদ্যাপন করুন।”
এই সুবর্ণ মুহূর্তে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড়ের অফার। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে :

- গয়নার মজুরির ওপর ২০% ছাড়
- হীরে, গ্রহরত্ন ও প্ল্যাটিনামের গয়নার ওপর ১০% ছাড়
- প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার
Every fragrance tells you পুজো আসছে।..
The flowers add a sweet aroma to the festive air, reminding us that Pujo is just around the corner.
Discover the exclusive festive collection at your nearest MPJ.#mpjjewellers #mpj #pujocollection2025 #durgapujo2025 #apnarshaajeamrashaaji pic.twitter.com/GPkl3BgtkD— MPJ Jewellers (@MPJJewellers) September 4, 2025
Tollywood actor Subhashree Ganguly present MPJ Jewllers Showroom launch in Kolkata ahead Durga Puja 2025