সপ্তমীতে কোয়েল মল্লিকের পোস্ট মুহূর্তে ভাইরাল! কেন ঝড় উঠল শুভেচ্ছার?

দুর্গাপুজো (Durga Puja 2025) মানেই বাঙালির আবেগ, আর সেই আবেগে এবার এক মিষ্টি সংযোজন টলিউড অভিনেত্রী (Tollywood Actor) কোয়েল মল্লিকের (Koel Mallick)। মহাসপ্তমীর (Bengali Festival)…

Tollywood Actor Koel Mallick shares first public photos of daughter on Durga Puja 2025

দুর্গাপুজো (Durga Puja 2025) মানেই বাঙালির আবেগ, আর সেই আবেগে এবার এক মিষ্টি সংযোজন টলিউড অভিনেত্রী (Tollywood Actor) কোয়েল মল্লিকের (Koel Mallick)। মহাসপ্তমীর (Bengali Festival) দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল অনুরাগীকে চমকে দিয়ে নিজের ছোট্ট কন্যাসন্তান কাব্যকে প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন কোয়েল (Celebrity News)। একাধিক মন কাড়ানো মুহূর্তের ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisements

২০২৪ সালে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানিয়েছিলেন কোয়েল। তখন থেকেই তাঁর অনুরাগীদের মধ্যে জন্ম নেয় এক গভীর কৌতূহল, কবে দেখা যাবে ছোট্ট কাব্যকে। দীর্ঘ প্রতীক্ষার পর মহাসপ্তমীর সকালে সেই ইচ্ছেই পূরণ করলেন কোয়েল।

   

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলিতে দেখা যায়, কাব্যকে কোলে নিয়ে হাসিমুখে ধরা দিয়েছেন কোয়েল ও তাঁর স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। এছাড়াও ভাই কবীরের সঙ্গে কাব্যের রঙ মিলিয়ে পরা পোশাক নজর কাড়ে নেটিজেনদের। হলুদ রঙের লেহেঙ্গায় সেজে উঠেছে কাব্য, আর কবীর পরেছে হলুদ পাঞ্জাবি। মা কোয়েলও গাঢ় হলুদ শাড়িতে ছিলেন অনন্য। এই মা-মেয়ে ও ভাইবোনের যুগলবন্দি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

টলিউড ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারাও এই মুহূর্তে শামিল হয়েছেন শুভেচ্ছা বার্তার মাধ্যমে। অভিনেত্রী মিমি চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, পার্নো মিত্র, ঐন্দ্রিলা সেন সহ বহু তারকাই কোয়েলের পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। অনেকে লিখেছেন, “অসাধারণ মিষ্টি ফ্রেম”, “অপেক্ষার অবসান”, “শুভ কামনা ছোট্ট কাব্যর জন্য”।

মল্লিক বাড়ির দুর্গাপুজো বরাবরই শহরের অভিজাত ও ঐতিহ্যবাহী পারিবারিক পুজোগুলির মধ্যে অন্যতম। প্রতি বছর এই পুজোয় মল্লিক পরিবার ঘরোয়া পরিবেশে পূজোর যাবতীয় আয়োজন নিজেরাই করেন। অভিনেতা রঞ্জিত মল্লিক ও কন্যা কোয়েল মল্লিক, পুজোর প্রতিটি ধাপে সক্রিয় অংশগ্রহণ করেন। এবছরের পুজোও তার ব্যতিক্রম নয়। তবে এবারের পুজো আরও একটু বেশি স্পেশাল হয়ে উঠেছে কাব্যর আগমনে।

মহাসপ্তমীর দিন মল্লিক বাড়ির পুজোয় কোয়েল-কাব্যর যুগল মুহূর্ত ঘরোয়া আবহকে করে তোলে আরও হৃদয়গ্রাহী। কোয়েল জানান, “এই দুর্গাপুজো আমার কাছে একেবারে অন্যরকম। কাব্যকে প্রথমবার সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে।”

মল্লিক পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, পুজোর বাকি দিনগুলোতেও পরিবারের সদস্যরা একান্ত সময় কাটাবেন নিজেদের মধ্যে। তবে এবারের মতো কাব্যর পরিচয় যে পুজোর আনন্দকে আরও অনেকগুণ বাড়িয়ে দিয়েছে, তা মেনে নিচ্ছেন অভিনেত্রীর অনুরাগীরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Koel Mallick (@yourkoel)

Tollywood Actor Koel Mallick shares first public photos of daughter on Durga Puja 2025