রবির সকালে সোনার দামে নয়া ঝলক, কলকাতায় ২২ ক্যারেটের দাম কত হল জানেন

সোনার বাজারে (Gold Price) ফের বদলের হাওয়া। টানা ওঠানামার পর রবিবার আবার কিছুটা চড়ল সোনার দাম। গতকালের তুলনায় আজ, ২১ ডিসেম্বর রবিবার, ২২ ও ২৪…

Gold Price Check: Latest Rates Across Major Cities Today, December 28

সোনার বাজারে (Gold Price) ফের বদলের হাওয়া। টানা ওঠানামার পর রবিবার আবার কিছুটা চড়ল সোনার দাম। গতকালের তুলনায় আজ, ২১ ডিসেম্বর রবিবার, ২২ ও ২৪ ক্যারাট—দু’ধরনের সোনারই দর সামান্য বেড়েছে। উৎসব ও বিয়ের মরসুমের আবহে এই দামবৃদ্ধি ক্রেতা ও বিনিয়োগকারীদের নজর কেড়েছে। শহরভেদে দামে পার্থক্য থাকলেও সার্বিকভাবে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতাই লক্ষ্য করা যাচ্ছে।

Advertisements

বিশেষ করে কলকাতার বাজারে আজ সোনার দামে স্পষ্ট পরিবর্তন দেখা গিয়েছে। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে এক লক্ষ ২৩ হাজার ৬০০ টাকা। একই সঙ্গে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে এক লক্ষ ৩৪ হাজার ৮৪০ টাকা। গত কয়েক দিনের তুলনায় এই বৃদ্ধি খুব বড় না হলেও, বাজারের গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

   

রাজধানী দিল্লির বাজারেও আজ সোনার দাম বেড়েছে। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৩ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম পৌঁছেছে এক লক্ষ ৩৪ হাজার ৯৯০ টাকায়। কলকাতার তুলনায় দিল্লিতে সামান্য বেশি দামে সোনা বিক্রি হচ্ছে, যা পরিবহন খরচ, স্থানীয় কর ও চাহিদার পার্থক্যের কারণেই বলে মনে করা হচ্ছে।

মুম্বইয়ের সোনার বাজারেও আজ একই রকম চিত্র। আর্থিক রাজধানী হিসেবে পরিচিত এই শহরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে এক লক্ষ ২৩ হাজার ৬০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৪ হাজার ৮৪০ টাকা। অর্থাৎ কলকাতা ও মুম্বই—দু’টি শহরেই আজ সোনার দামে প্রায় একই হার লক্ষ্য করা যাচ্ছে।

 

Advertisements