লক্ষ্মীপুজোর দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। বুধবারের সকাল থেকেই মূলত মেঘলা আকাশের দেখা মিলছে কলকাতা সহ বিভিন্ন জেলায় (Weather Update)। কিছুদিন আগেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, এবার ধীরে ধীরে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। তবে মঙ্গলবারে কলকাতার দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার দেখা মেলেনি।
তবে আজ বুধবার কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলায়? আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে মূলত শুষ্ক আবহাওয়াই দেখা যাবে। তবে আজ কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের দেখা মিলছে। শুক্রবার পর্যন্ত সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।
আগামী কয়েক দিন বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনের বেলা কিছুটা অস্বস্তিতে পড়বে মানুষ। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগেরদিন মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় ২৭-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। বুধবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়ও হালকা বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিলেও উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব বিস্তার করেছে। কিন্তু দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া এখনই দেখা যাবে না।
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হতে পারে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং নদিয়া জেলার কিছু অংশে। এদিকে শুক্রবার পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।