আয় বৃষ্টি ঝেঁপে!… সপ্তাহের শুরুতে বৃষ্টির আশায় বুক বাঁধছে শহর

অবশেষে অপেক্ষা অবসান! ধীরে ধীরে হলেও শেষপর্যন্ত দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। তবে ভারী বৃষ্টিপাত শুরু হয়নি এখনও। তবো ঝমঝমিয়ে বৃষ্টি কি নতুন সপ্তাহেই পাবে কলকাতা?…

RAIN 3 আয় বৃষ্টি ঝেঁপে!... সপ্তাহের শুরুতে বৃষ্টির আশায় বুক বাঁধছে শহর

অবশেষে অপেক্ষা অবসান! ধীরে ধীরে হলেও শেষপর্যন্ত দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। তবে ভারী বৃষ্টিপাত শুরু হয়নি এখনও। তবো ঝমঝমিয়ে বৃষ্টি কি নতুন সপ্তাহেই পাবে কলকাতা? প্রতীক্ষায় দিন গুনছে শহরবাসী।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের শুরুতে সোমবার কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি র মধ্যেই থাকবে। কিন্তু আর্দ্রতা অধিক হওয়ায় যথেষ্ট ভ্যাপসা গরম থাকবে সারাদিন ধরেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ থাকবে ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা। তবে আগামী সাতদিনও গরম থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমার ২৫ থেকে ২৯ জুন মাজারে বৃষ্টিপাত হবে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি র মধ্যেই থাকবে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও পুরোপুরি শুরু হয় নি বৃষ্টির মরসুম। তবে দুই ২৪ পরগনা নদীয়াতে বৃষ্টি হলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এখনও সেভাবে বৃষ্টি হয়নি। তবে সোম মঙ্গলবার মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।

   

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কমলেও তাপমাত্রা কিছুটা হলেও কমের দিকে থাকবে বলেই জানা গিয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়া সম্ভাবনা রয়েছে।