রাজ্য রাজনীতিতে ফের বড় মাপের ছাত্র সমাবেশের আয়োজন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP)। বৃহস্পতিবার, ২৮ অগাস্ট মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) মেগা র্যালি। এই মঞ্চ থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ছাত্র সমাজকে নতুন দিকনির্দেশিকা দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ফলে রাজনৈতিক দিক থেকে এই সমাবেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ইতিমধ্যেই এই সমাবেশ ঘিরে শহরে উৎসবের আমেজ। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ—কোচবিহার থেকে কাকদ্বীপ, উত্তর দিনাজপুর থেকে ঝাড়গ্রাম, প্রতিটি জেলা থেকেই হাজার হাজার ছাত্র-ছাত্রী কলকাতায় পৌঁছেছেন। বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া ও শিয়ালদহ স্টেশন ছাত্র-ছাত্রীদের ভিড়ে মুখর। বৃহস্পতিবার ভোর থেকেই ফের ঝাঁকে ঝাঁকে পড়ুয়ারা পৌঁছাবেন শহরে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বুধবার দিনভর বিভিন্ন জেলায় আসা ছাত্র-ছাত্রীদের থাকার ব্যবস্থা ও যাতায়াত নিয়ে তদারকি করেছেন। তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়, আলোক দাস-সহ TMCP-র প্রথম সারির নেতৃত্ব।
মেয়ো রোডে সমাবেশের চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গান্ধীমূর্তির পাদদেশে বিশাল মঞ্চ তৈরি হয়েছে, যেখানে থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখবেন। মঞ্চের সামনে তৈরি হয়েছে বহু আসন, পাশাপাশি রয়েছে বিশাল এলইডি স্ক্রিন ও সাউন্ড সিস্টেম। ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা দিনরাত এক করে এই সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজনৈতিক মহল মনে করছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই সমাবেশ হবে তৃণমূল ছাত্র পরিষদের শক্তি প্রদর্শনের অন্যতম বড় মঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকেই রাজ্যের ছাত্র সমাজের উদ্দেশে নতুন বার্তা দেবেন। একইসঙ্গে তিনি বিজেপির সাম্প্রতিক ‘ভাষাসন্ত্রাস’, ‘বাঙালিবিদ্বেষ’-এর মতো ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ শানাতে পারেন বলে দলের সূত্রে খবর। রাজ্যের শিক্ষাব্যবস্থা, চাকরির সুযোগ এবং ছাত্রদের স্বার্থে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও তিনি তুলে ধরতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন বক্তব্য রাখবেন এবং আগামী দিনে ছাত্র সমাজকে রাজনীতিতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের বার্তা দেবেন বলে জানা গিয়েছে। TMCP-র পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রদের সংগঠিত করে রাজ্যের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদের শক্তি আরও মজবুত করার পরিকল্পনা নেওয়া হবে এই মঞ্চ থেকেই।
এদিনের এই মেগা সমাবেশ ঘিরে গোটা মেয়ো রোড এবং আশপাশের রাস্তায় নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। যান চলাচল সচল রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি এবং বিপুল ছাত্র-ছাত্রীদের জমায়েতের কারণে এই সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার কলকাতার রাজনৈতিক আবহ গরম থাকবে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল।