ইডি দফতরে হাজিরা সায়নী ঘোষের, সবরকমের তদন্তে সহযোগিতার দাবি তৃণমূল যুবনেত্রীর

নিয়োগ দুর্নীতির তদন্তে (job scam) ইডি জেরায় নির্ধারিত সময়ের আগেই হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস যুব নেত্রী (Saayoni Ghosh) সায়নী ঘোষ। দলের শীর্ষস্তরে তিনি বার্তা পাঠান…

নিয়োগ দুর্নীতির তদন্তে (job scam) ইডি জেরায় নির্ধারিত সময়ের আগেই হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস যুব নেত্রী (Saayoni Ghosh) সায়নী ঘোষ। দলের শীর্ষস্তরে তিনি বার্তা পাঠান যে আজ নির্দিষ্ট সময়ে তিনি ইডি জেরায় হাজিরা দেবেন। তবে সায়নী কোথায় আছেন তা স্পষ্ট ছিল না।

জানা গিয়েছে যে সায়নী ঘোষের মোবাইল ফোন বাইরে‌ রেখে দেওয়া হয়েছে। জোন -২ তে হবে জিজ্ঞাসাবাদ। বেলা ১২ টার পর শুরু হবে জেরা‌। তার আগে পার্সোনাল ডিটেলস জমা দিতে হবে তাকে‌।‌ সায়নী জানান, প্রচারে ছিলাম‌। ৪৮ ঘন্টার নোটিশে ডাকা হয়েছে। ফর্ম ফিলাপের পর শুরু হবে জেরা। নির্দিষ্ট ফ্ল্যাট সম্পর্কে জানতে চাইতে পারেন ইডি। সেই ফ্ল্যাটের তদন্ত করতে গিয়েই সায়নীর নাম হাতে আসে ইডির। কুন্তল সম্পর্কে প্রশ্ন করা হবে তাকে। তার ইনকাম, আইটি রিটার্ন সম্পর্কীয় তথ্য চাওয়া হবে।

   

জানা গেছে, যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের কাছে তার সম্পত্তির হিসেব চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কুন্তল ঘোষের সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। প্রশ্নপত্র তৈরি করে ফেলেছেন ইডির অফিসাররা। সেখানে আর্থিক লেনদেন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। আবার সায়নী ঘোষকে একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছে। 

Advertisements

নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত কুন্তল ঘোষকে জেরা করে সায়নী ঘোষের বিষয়ে কিছু তথ্য পায় ইডি। তার ভিত্তিতে তৃণমূল যুবনেত্রীকে জেরায় ডাকা হয়েছে। সায়নীর সম্পত্তি খতিয়ান নিয়েও সন্দিহান ইডি। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে শুক্রবার তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষকে তলব করেছে ইডি। রাজনৈতিক মহল ছিল সরগরম। টলিপাড়াও ছিল গরম।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News