দিলীপকে দেখে জয় বাংলা স্লোগান !পাল্টা বাংলাদেশ পাঠানোর হুমকি

ভোটের দিন সকালেও দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষেই। আজও তাঁর মুখে হুমকির সুর। তিনি যে থামার পাত্র নয়, সেটা তিনি বুঝিয়ে দিলেন। শুধু তাই নয়…

Dilip Ghosh Visits Delhi BJP Headquarters, Discusses Preparations for 2026 West Bengal Elections"

ভোটের দিন সকালেও দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষেই। আজও তাঁর মুখে হুমকির সুর। তিনি যে থামার পাত্র নয়, সেটা তিনি বুঝিয়ে দিলেন। শুধু তাই নয় আবার হুমকি দিলেন। ভোটের দিন সকালে তাঁর কাণ্ড দেখে উঠেছে রাজনৈতিক প্রশ্ন! সোমবার ভোট চলাকালীন বর্ধমানের রাজগঞ্জের বাজারে পৌঁছায় দিলীপ ঘোষ। স্থানীয় বিধায়ক এবং তাঁর সহযোগীরা বিজেপি কর্মীদের প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তোলেন তিনি। কিন্তু তাঁর সেখানে যেতেই পরিস্থিতি জটিল হয়ে যায়।

দিলীপকে দেখে তৃণমূল ‘জয় বাংলা’ ধ্বনি তোলে বলে অভিযোগ সামনে আসে। যদিও তৃণমূলের দাবি, এলাকায় তীব্র যানজট তৈরি হলে ওই ধ্বনি তোলেন কেউ। কিন্তু এই ধ্বনি শোনার পরেই দিলীপের মুখে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার হুমকি। যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক কটাক্ষ।

   

তবে তৃণমূলের আজব দাবি। তাঁদের বক্তব্য ওই অঞ্চলে যানজট হলেই জয় বাংলা ধ্বনি দিলেই ওই অঞ্চলে যানজট কেটে যায়। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ বলেন, “বাকি জীবনটা বাংলাদেশে কাটবে। আমি তো ভাল বলেই মনে করছি। ওদের কোনও নেতা আসেন না। আমাদের লোকেরা ‘জয় শ্রীরাম’ বলে, কেউ ‘জয় হিন্দ’ বলেন।”

Advertisements

তবে এই ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায়। বর্ধমান-দুর্গাপুরে  বিজেপি-র প্রার্থী দিলীপ। সকাল থেকে বর্ধমান শহর এবং সংলগ্ন এলাকায় ঘুরছেন তিনি। দিলীপকে দেখে প্রায় সর্বত্রই জমায়েত চোখে পড়ে।

আজ সারা বাংলায় ৮ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সারা দেশে ৯৬ আসনে ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। কোথাও বুথ জ্যাম আবার কোথাও ভোটারদের ভোটদানের বাঁধা দেওয়ায় অভিযোগ পাওয়া গিয়েছে।