ভোটের সময়ে আরও জটিল হয়ে উঠছে সন্দেশখালি প্রসঙ্গ। একের পর এক অভিযোগ। কোনটা সত্যি? কোনটা মিথ্যে, কোনটা ঠিক, কোনটা ভুল সেটা ঠিক করতেই হিমশিম খাচ্ছে সব পক্ষ। ঠিক সেই সময় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সেনের বিরুদ্ধে কমিশনে নালিশ জানানোর কথা বলল তৃণমূল। শুক্রবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন মন্ত্রী শশী পাঁজা। তিনি জানান, সন্দেশখালির এক মহিলা রেখা শর্মার নাম করে বলেছেন দিল্লি থেকে কেউ একজন এসে জোর করে ধর্ষণের অভিযোগ করিয়েছেন।
এইদিন তিনি সাংবাদিক সম্মেলন করে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে একযোগে আক্রমণ করেন। তিনি দাবি করেন সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো। শুধু তাই নয়, তাঁর আরও অভিযোগ, ” জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে যাবে তৃণমূল। তিনি রাজনৈতিকভাবে সিগন্যাল পেয়ে এখানে এসে পালে হাওয়া দিয়েছেন। মহিলা কমিশনের এই পক্ষপাতিত্ব খুবই দুর্ভাগ্যজনক।”
প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ করেছে তৃণমূল। এবার রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ জানাতে চলেছে তৃণমূল। যত দিন গড়াচ্ছে, সন্দেশখালি নিয়ে জলঘোলা বেশী হচ্ছে। এইদিন শশী পাঁজা আরও বলেন , ”পুরোটাই বিজেপির চিত্রনাট্য। জোর করে ২ হাজার, ৫০০ টাকার বিনিময়ে অভিযোগ জানানো হয়েছিল। এখন সন্দেশখালির মহিলা এগিয়ে এসে অভিযোগ তুলে নিচ্ছেন।” শুধু তাই নয় এই বিষয়ে বিজেপির ক্ষমা চাওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।