রাজ্যের বকেয়া অর্থ আদায়ে শনিবার দিল্লি রওনা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার থেকেই কলকাতায় আসতে শুরু করবে সমর্থকরা। ১০০ দিনের কাজের সাথে জড়িতদের নিয়ে ৩০ সেপ্টেম্বর বিশেষ ট্রেন রওনা দেবে। ১ অক্টোবর পৌঁছবে দিল্লিতে। তৃণমূল দলের পক্ষ থেকে নেতাজী ইন্দোর স্টেডিয়ামে থাকা এবং খাওবার ব্যবস্থা করা হয়েছে।
তৃণমূল দলের পক্ষ থেকে যে ৫০ লক্ষ চিঠি সংগ্রহের অভিযান তা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবং সেই চিঠি বিশেষ ট্রাকে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তৃণমূলের মূল উদ্দেশ্য এই লোকসভা ভোটের আগে যেন এক রাজনৈতিক ঝড় তোলা যায়। আজই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার বার্তা দিয়েছেন যে আন্দোলনকে ঝড়ে পরিণত করতে হবে। যাতে দিল্লির নেতাদের কানে এই আন্দোলন পৌঁছে দেওয়া যায়।
২ এবং ৩ অক্টোবর দিল্লিতে এই আন্দোলন কর্মসূচি চলবে। ২ তারিখ মহাত্মা গান্ধীর জন্মদিনের রাজঘাটে এরা সকলেই প্রার্থনা করবেন। পাশাপাশি ৩ তারিখে যন্তরমন্তরে অবস্থান কর্মসূচি হবে। এই চিঠির কিছু অংশ কৃষি গ্রাম উন্নয়ন মন্ত্রকে পাঠানো হবে এবং কিছু অংশ প্রধানমন্ত্রীর কাছে যাবে।
এই কর্মসূচি শেষ পর্যায়ে তৃণমূলের সমস্ত এমএলএকে অংশগ্রহণের কথা বলা হয়েছে। জেলা পরিষদের সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন অংশগ্রহণ করেন। পঞ্চায়েত দলের সদস্য সংসদ সহ বেশ কয়েকজন মন্ত্রীদের বলা হয়েছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এখনো সঠিক খবর পাওয়া যায়নি।