বড় জয় TMC-র, আজ দুপুর ২টোয় শপথ নিচ্ছেন সায়ন্তিকা, রেয়াত হোসেন

কলকাতা: সকল অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শপথগ্রহণ নিয়ে বিরাট জয় পেল তৃণমূল (TMC)। অবশেষে আজ শুক্রবার ২টোর সময়ে বিধায়ক পদে শপথ নিতে চলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়…

কলকাতা: সকল অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শপথগ্রহণ নিয়ে বিরাট জয় পেল তৃণমূল (TMC)। অবশেষে আজ শুক্রবার ২টোর সময়ে বিধায়ক পদে শপথ নিতে চলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার।

বিগত কিছু সময় ধরে শপথগ্রহণ করতে চেয়ে প্ল্যাকার্ড হাতে বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় সামিল হয়েছিলেন ভগবানগোলা এবং বরানগরের জয়ী প্রার্থীরা। আজ বিধানসভাতেই শপথ নিতে পারবেন ২ বিধায়ক। অর্থাৎ আজই শপথ জট কাটতে চলেছে। ডেপুটি স্পিকারকে এই শপথগ্রহণ করানোর দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এখন প্রশ্ন উঠছে, রাজ্যপালের সিদ্ধান্ত কি মেনে নেবেন এই দুই হবু বিধায়ক? 

   

আগে রাজভবনে তৃণমূলের দুজন জয়ী প্রার্থীকে শপথ করানোর ব্যাপারে অনড় ছিলেন। এদিকে রাজ্য বলে যে দুজনকে বিধানসভায় শপথ বাক্য পাঠ করাতে হবে। বিতর্কের জল আরো গড়ায় যখন দুজনকে শপথ বাক্য পাঠ না করিয়ে দিল্লি চলে যান সিভি আনন্দ বোস। 

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিধানসভায় শপথ নেবেন তিনি। কয়েকদিন আগেই ভগবানগোলার আরেক নবনির্বাচিত বিধায়ক রিয়াত হোসেন সরকারকে চিঠি লিখে ২৬ জুন রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ জানান রাজ্যপাল।

রাজভবনে বিধায়ক হিসেবে শপথ নেবেন না বলে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখে জানান তৃণমূলের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি জানিয়েছেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিধানসভায় শপথ নেবেন তিনি। কয়েকদিন আগেই ভগবানগোলার আরেক নবনির্বাচিত বিধায়ক রিয়াত হোসেন সরকারকে চিঠি লিখে ২৬ জুন রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ জানান রাজ্যপাল।