TMC: বিপুল পুলিশি নিরাপত্তায় তৃণমূলের ২১ জুলাই সমাবেশ

পঞ্চায়েত ভোটে সাফল্যের পর মেগা সমাবেশ। এবারের একুশে জুলাই ‘শ্রদ্ধা দিবস’ হিসেবে পালনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভিড়ের কথা মাথায় রেখে পুলিশ-প্রশাসনও প্রস্তুতি…

Tension Escalates in Howrah's Shibpur as TMC's 21st July Hoardings are Torn Amid Political Clash

পঞ্চায়েত ভোটে সাফল্যের পর মেগা সমাবেশ। এবারের একুশে জুলাই ‘শ্রদ্ধা দিবস’ হিসেবে পালনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ভিড়ের কথা মাথায় রেখে পুলিশ-প্রশাসনও প্রস্তুতি নিতে শুরু করেছে। বুধবার ভিক্টোরিয়া হাউজের কাছে একুশে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে এসেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ পুলিশের পদস্থ কর্তারা।

   

পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, পুলিশের তরফে অনেকদিন আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা, যান-চলাচল ও আইন-শৃঙ্খলা এই তিন বিষয়ের উপরেই জোর দিচ্ছে পুলিশ।

Advertisements

পুলিশ কমিশনারের তরফে জানা গেছে, একুশে জুলাইয়ের জন্য কলকাতা পুলিশের প্রায় পাঁচ হাজার কর্মী মোতায়েন থাকবেন। হেভিওয়েট রাজনীতিকদের কথা মাথায় রেখে, নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো। পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা রয়েছে। যান-চলাচলে শহরের সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই দিকেও নজর রাখছে পুলিশ।

লালবাজার সূত্রে খবর, ৩১ জন ডেপুটি পুলিশ কমিশনার, ৮ জন যুগ্ম কমিশনার, ৮০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকছেন নিরাপত্তার দায়িত্বে। ২০টি বহুতল বিল্ডিংগুলির ছাদ থেকে নজরদারি চালাবে পুলিশ। ১৮টি অ্যাম্বুলেন্স,৪টি বিপর্যয় মোকাবিলা দল, কুইক রেসপন্স টিমের ৬টি দলকেও প্রস্তুত রাখা হয়েছে।