Loksabha election 2024: টিটাগড়ে অর্জুন সিংকে ঘিরে গো ব্যাক স্লোগান! গণ্ডগোল পৌঁছাল হাতাহাতিতে

সারা দেশে পঞ্চম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে সোমবার সকাল থেকেই। আর এই রাজ্যে সাত লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হতেই একের পর এক অশান্তির…

arjun singh

সারা দেশে পঞ্চম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে সোমবার সকাল থেকেই। আর এই রাজ্যে সাত লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হতেই একের পর এক অশান্তির খবর সামনে এসেছে। এইবার লোকসভা ভোটে অন্যতম চর্চিত কেন্দ্র ব্যারাকপুর লোকসভা। তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন অর্জুন সিং। সেই অর্জুন সিংকে কালো পতাকা দেখানো হল। শুধু তাই নয়, তাঁকে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান।

ছাপ্পা ভোট হচ্ছে খবর পেয়ে এসেছেন বলে দাবি বিজেপি প্রার্থীর। এলাকায় পৌঁছতেই অর্জুনকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। দেখানো হয় কালো পতাকাও। ঘটনাটি ঘটেছে টিটাগড়ে ৪ নম্বর জলের ট্যাঙ্কের কাছে একটি বুথে। জানা গিয়েছে যে অর্জুন সিং ওই এলাকাতে পৌঁছাতেই সেখানে উপস্থিত হন ৫০ থেকে ৬০ জন তৃণমূল কর্মী। কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তাঁরা। তৃণমূল কর্মীরা রীতিমতো পথ আটকে দাঁড়িয়ে পড়েন সেখানে। সাফ জানিয়ে দেন, বুথের দিকে যেতে দেওয়া হবে না বিজেপি প্রার্থীকে।

   

কিন্তু অর্জুন সিংকে দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা লাঠিচার্জ করতে থাকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। পঞ্চম দফা ভোটের দুপুরে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। যদিও এইদিন সকালেও কাঁচরাপাড়ায় মুকুল রায়ের পাড়ায় অর্জুন সিংকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। গাড়ি থেকে নেমে তেড়ে যান ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা তৃণমূল সমর্থক ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ অর্জুনের বিরুদ্ধে।