কর্মীসভা থেকে ‘কাঠিবাজির’ পাঠ দিলেন সদ্য জয়ী সাংসদ পার্থ ভৌমিক

কাঠিবাজি করলে উল্টো কাঠিবাজি করার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। প্রসঙ্গত ‘রণক্ষেত্র’ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রায় ষাট হাজার ভোটে পরাস্ত করেছেন বাহুবলী অর্জুন…

partha bhowmick

কাঠিবাজি করলে উল্টো কাঠিবাজি করার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। প্রসঙ্গত ‘রণক্ষেত্র’ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রায় ষাট হাজার ভোটে পরাস্ত করেছেন বাহুবলী অর্জুন সিংকে। দিল্লির দরাবাজে প্রবেশের আগে তাঁর কাধে দায়িত্ব পড়েছে বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ঘাসফুলের পুরোনো জমি ফিরিয়ে আনার। আগামী ১০ জুলাই রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর মধ্যে সবার নজর রয়েছে বাগদা বিধানসভায়। কারণ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে।

এই কেন্দ্র বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। উপরন্তু মতুয়া বাড়ির সদস্য শান্তনু ঠাকুর এখন কেন্দ্রীয় মন্ত্রী। সেই কেন্দ্রে কি মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা কি বুদ্ধিমানের পদক্ষেপ? পার্থ ভৌমিক বলেন, ‘বাগদায় আমরা জিতব। কিন্তু আপনি জয়ের সঙ্গী হতে পারবেন কি না আপনাকে ঠিক করতে হবে। একই সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, ‘আপনি যদি ভাবেন আমি একটু কাঠিবাজি করে হারিয়ে দেবেন। পারবেন না। আমরা এখানে বসে থাকব। কাঠি কী করে উল্টো কাঠি করতে হয়, এটা ভগবানের আশীর্বাদে শিখে গেছি। অতয়েব যে যে ভাবছেন ছোট ছোট কাঠি বের করবেন ও সব ঘরে ঢুকিয়ে রাখুন।

   

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ” মধুপর্ণা ঠাকুরকে জেতালে ২০২৬ সালে বাগদার ভুমিপুত্র প্রার্থী হবে।’ কর্মী সভা শেষে দলীয় প্রার্থীর সমর্থনে হেলেঞ্চা বাজারে র‍্যালি করে উপ নির্বাচনের প্রচার শুরু করে তৃণমূল।” এইদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।কর্মী সভা শেষে দলীয় প্রার্থীর সমর্থনে হেলেঞ্চা বাজারে র‍্যালি করে উপ নির্বাচনের প্রচার শুরু করে তৃণমূল।