বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের (Mohua Moitra) জারি করা এক নতুন নির্দেশিকা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বিহারে এই নির্দেশিকার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে নির্বাচন কমিশনের সেই নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র(Mohua Moitra)
কমিশনের নতুন নির্দেশিকা কী বলছে(Mohua Moitra)
নির্বাচন কমিশন বিহারে “বিশেষ নিবিড় সংশোধন” (Special Intensive Revision – SIR) নামক একটি পদ্ধতির মাধ্যমে ভোটার তালিকা যাচাই করার উদ্যোগ নিয়েছে। (Mohua Moitra) এই নির্দেশিকায় বলা হয়েছে, ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের আবারও নাগরিকত্ব প্রমাণ করতে হবে। শুধু ভোটার কার্ড বা আধার থাকলেই হবে না, বরং ভোটারদের দিতে হবে জন্মের শংসাপত্র, বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেটের মতো নির্দিষ্ট কিছু নথি। রেশন কার্ড বা আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে স্বীকৃতি দিচ্ছে না কমিশন(Mohua Moitra)
কমিশনের যুক্তি, আধার সংক্রান্ত জালিয়াতি বেড়ে যাওয়ায় ভোটার তালিকায় সন্দেহজনক নাম ঢুকে পড়ছে, এবং সেটি আটকাতেই এই নতুন ব্যবস্থা।(Mohua Moitra)
মহুয়া মৈত্রের অভিযোগ(Mohua Moitra)
এই নির্দেশিকার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বক্তব্য, “যাঁরা বহুবার ভোট দিয়েছেন, যাঁদের নাম দীর্ঘদিন ধরেই ভোটার তালিকায় রয়েছে, তাঁদের এখন আবার নতুন করে নাগরিকত্ব প্রমাণ করতে বলা হচ্ছে। এমনকি তাঁদের বাবা-মায়ের জন্মের সার্টিফিকেটও চাওয়া হচ্ছে, যা অনেকের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব।”(Mohua Moitra)
মহুয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, এই নির্দেশিকার ফলে লক্ষ লক্ষ বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন। বিশেষত সমাজের প্রান্তিক এবং পিছিয়ে পড়া শ্রেণির মানুষ, যাঁদের কাছে প্রয়োজনীয় নথিপত্র নেই, তাঁরা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন(Mohua Moitra)
বাংলা-সহ অন্যান্য রাজ্যে যেন না হয় প্রযোজ্য(Mohua Moitra)
মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে যে রিট পিটিশন দাখিল করেছেন, তাতে তিনি শুধু বিহারে এই নির্দেশিকার স্থগিতাদেশ চাননি, বরং বাংলাসহ অন্যান্য রাজ্যে যেন এই ধরণের নির্দেশিকা কার্যকর না হয়, সে আবেদনও জানিয়েছেন। তাঁর মতে, এই ধরনের সিদ্ধান্ত গণতন্ত্রের মূল ভিত্তি – ভোটাধিকার – কে খর্ব করছে।(Mohua Moitra)
তিনি নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে লিখেছেন,
“নির্বাচন কমিশনের এসআইআর-এর নির্দেশ চ্যালেঞ্জ করে এইমাত্র সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করলাম। বাংলা-সহ অন্যান্য রাজ্যে যাতে এই পদক্ষেপ না করা হয়, তার জন্য স্থগিতাদেশও চেয়েছি।(Mohua Moitra)
রাজনৈতিক প্রেক্ষাপটে উদ্বে(Mohua Moitra)
এই নির্দেশিকার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিশেষ করে ২০২৫ সালের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন, সেই প্রেক্ষাপটে কমিশনের এই পদক্ষেপ অনেকের কাছেই উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে। অনেক রাজনৈতিক দলের আশঙ্কা, ভোটার তালিকা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী দলসমর্থিত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হতে পারে।(Mohua Moitra)