তৃণমূল বিধায়ককে বোমা মারার হুমকি!

একদিকে যখন সারা বাংলা রেমাল ঘূর্ণিঝড়ের প্রহর গুনছে ঠিক সেই সময় তৃণমূলের এক প্রথম সারির বিধায়ককে বোমা মারার হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে যে…

jackir hossain get threat

একদিকে যখন সারা বাংলা রেমাল ঘূর্ণিঝড়ের প্রহর গুনছে ঠিক সেই সময় তৃণমূলের এক প্রথম সারির বিধায়ককে বোমা মারার হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে যে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে বোমা মারা হুমকি দেওয়া হয়েছে। প্রসঙ্গত মুর্শিদাবাদে তৃতীয় দফার ভোট মোটের ওপর নির্বিঘ্নে মিটলেও ভোটের শেষ দফার আগে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। তৃণমূল বিধায়কের দাবি, হোয়াটস অ্যাপে তাঁর কাছে বোমা মারার হুমকি এসেছে। ইতিমধ্যে সুতি থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন জাকির।

সাংবাদিক বৈঠক করে বিধায়ক বলেন, “আমার হোয়াটস অ্যাপে বিভিন্ন ধরনের গালিগালাজের মেসেজ করা হয়েছে। লেখা হয়েছে বোমা মেরে দেব। সুতি থানায় আমি অভিযোগ করেছি। চাইব পুলিশ প্রশাসন যেন কড়া পদক্ষেপ নেয়।” তিনি আরও বলেন যে, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। সেই কারণে আমাদের হেনস্থা করা হচ্ছে। কিছু দালাল বিভিন্নভাবে হুমকি দিচ্ছে রেইড করিয়ে দেব। মিথ্যা কেসে ফাঁসিয়ে দেব। আমরা যেহেতু তৃণমূল করি সেই কারণে আমাদের হুমকি দেওয়া হয়েছে। গালাগালি করা হচ্ছে।”

   

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের কিছুদিন আগেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন জাকির হোসেন। তৃণমূলের টিকিটে জঙ্গিপুর থেকে লড়াই করে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। জাকির হোসেনের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার ঔরঙ্গয়াবাদে। যদিও জঙ্গিপুরে, বহরমপুর, কলকাতা, দিল্লিতে তাঁর বাড়ি ও অফিস রয়েছে বলে জানা যায়। ঔরঙ্গাবাদ, জঙ্গিপুরের মানুষদের কাছে আবার জাকির গরিবের মসিহা নামেও পরিচিত। কারণ তিনি প্রচুর দানধ্যান করেন। তৃণমূলের সেই নেতা এখন হুমকির মুখে ? তাহলে কি এর পিছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা, উঠেছে প্রশ্ন।