বুথের ভিতরই ‘মত্ত’ সূর্যকান্ত কন্যা!চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের

   দক্ষিণ কলকাতা কেন্দ্রের একাধিক জায়গায় উত্তেজনা সকাল থেকে। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়রা হালিমের এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ উঠল সকাল সকাল। ঘটনাটি…

surya kanta mishra daughter
  

দক্ষিণ কলকাতা কেন্দ্রের একাধিক জায়গায় উত্তেজনা সকাল থেকে। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়রা হালিমের এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ উঠল সকাল সকাল। ঘটনাটি ঘটেছে বালিগঞ্জ সার্কুলার রোডের মর্ডান হাইস্কুলে। অভিযোগ ওঠে সায়রা হালিমের এজেন্ট হিসেবে বুথে বসেছিলেন সূর্যকান্ত তনয়া রোশেনারা। এর পরেই তৃণমূল কংগ্রেস কর্মীরা বুথের ভেতরে ঢুকে রোশনারা মিশ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন।

তাঁরা অভিযোগ করেন রোশনারা মিশ্র মদ্যপান করে এসেছেন বুথে। তিনি সুস্থ অবস্থায় নেই। তাঁকে অবিলম্বে বুথ থেকে বের করার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। পাশাপাশি সিপিএম প্রার্থী সায়রা হালিমের উপস্থিতিতেও বিক্ষোভ দেখাতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস কর্মীরা। উঠে আসে বর্ষীয়ান সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রর মেয়ে রোশেনারা মিশ্রকে বুথে ভিতরই হেনস্থা করা হয়েছে।

   

যার কারনে তিনি বাধ্য হয়ে মাটিতে বসে পড়েন । কিন্তু বুথের বাইরে যাননি। এরপর সাংবাদিকদের ভিতরে প্রবেশে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে পুলিশ আধিকারিকরা। রোশেনারা বলেন, “আমায় হুমকি দিচ্ছে। বসতে দিচ্ছে না। আপনারা দেখুন।” ঘটনাস্থলে পৌঁছেজান সায়রা হালিম। তিনি বলেন, “আমি বারবার অভিযোগ করছিলাম আমার এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। তাঁকে অবিলম্বে বুথ থেকে বের করে দেওয়ার দাবি জানাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।” সায়রা হালিমের উপস্থিতিতেই চলে বিক্ষোভ।