তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য ও মারার হুমকির ঘটনায় আলোড়ন উঠেছে। জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত, যিনি ‘বং গাই’ (Bong Guy) নামে পরিচিত, সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করে এই ঘটনা সামনে আনেন। সোমবার রাতে কিরণ তার ফেসবুক পেজে একটি স্ক্রিনশট শেয়ার করে জানান, তাকে মারার হুমকি দিয়েছেন তৃণমূল নেতা বিকাশ কর্মকার।
কী বললেন কিরণ?
কিরণ দত্ত ফেসবুকে লেখেন, “কিছুদিন আগে কৃষ্ণনগরে একটি শো করতে গিয়েছিলাম। সেখানেই এই ব্যক্তি আমাকে মারার জন্য একদলকে উস্কানি দেন। বিকাশ কর্মকারের প্রোফাইল ঘেটে বুঝলাম তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। তার প্রোফাইলে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে একটি ছবি দেখলাম। দেবাংশুর সঙ্গে কাজের সূত্রে অনেকবার কথা হয়েছে। তাই আমি জানি, এই ধরনের কথাবার্তা দেবাংশু কখনোই সমর্থন করবেন না।”
তিনি আরও বলেন, “আমার বাড়ির কাছে এমন হুমকি পাওয়ায় আমি কিছুটা ভয় পাচ্ছি। তার সঙ্গে, বিকাশ কর্মকারের বন্ধু এবং তৃণমূলের আরেক পদাধিকারী সুরজিৎ দাস আমাকে অনলাইনে অপমান করে এবং আমার আয়ের ক্ষতি করার চেষ্টা করছেন। আমার দোষটা কী? শুধুমাত্র ‘তিলোত্তমা’ বিতর্কে প্রতিবাদ করার জন্যই আমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।”
কিরণের পোস্টে কী ছিল?
কিরণ দত্ত পোস্টে যে স্ক্রিনশট শেয়ার করেন, সেখানে তৃণমূল নেতা বিকাশ কর্মকার লিখেছেন, “দলের ছেলেরা জুতো নিয়ে রেডি থাকুক। যদি সেটা পারো, তবে বুঝবো কিছু একটা করেছ।” এই মন্তব্য দেখে কিরণ প্রশ্ন তোলেন এবং তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে ট্যাগ করে বিষয়টি স্পষ্ট করার অনুরোধ করেন।
দেবাংশুর প্রতিক্রিয়া
কিরণের অভিযোগ সামনে আসতেই তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য দ্রুত প্রতিক্রিয়া জানান। তিনি কিরণের পোস্টের কমেন্টে লেখেন, “এসব কী মন্তব্য, বিকাশ কর্মকার দা? একজন পার্টির পোস্ট হোল্ডার হয়ে এসব মন্তব্য শোভা পায়? আমরা জানি, একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে অতীতে অনেকেই অশালীন মন্তব্য করেছেন। তাকে ব্যঙ্গ করে ‘ত্রিপল চুরি’ ইত্যাদি বলা হয়েছে। কিন্তু তাই বলে, আপনি এমন হিংসাত্মক মন্তব্য করবেন?”
দেবাংশু আরও বলেন, “আমাদের দায়িত্ব রাগের বহিঃপ্রকাশ নিজের কাজের মাধ্যমে দেখানো। দলের প্রতি পরিশ্রমের মাধ্যমে নিজের অবস্থান দৃঢ় করুন। প্লিজ, এভাবে দলের সম্মানহানি করবেন না। আপনার এই মন্তব্য দল বা আইটি সেল সমর্থন করে না।”
কিরণের উদ্দেশ্যে তিনি লেখেন, “তুমি নিশ্চিন্তে প্রোগ্রাম করো। কোনো চিন্তা নেই। এই মন্তব্যের জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখিত।”
কিরণের প্রতিক্রিয়া ও পোস্ট ডিলিট
দেবাংশুর এই সমর্থনের পর কিরণ দত্ত তার পোস্ট ডিলিট করেন। এরপর তিনি লেখেন, “আপনারা ভবিষ্যতেও আমায় নিয়ে মজা করুন, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মারার হুমকি দেবেন না। এটা কখনোই গ্রহণযোগ্য নয়।”
বং গাইকে মারার হুমকি তৃণমূল নেতার, পাশে দাঁড়ালেন দেবাংশু
তৃণমূল নেতার হুমকির পর ইউটিউবার কিরণ দত্ত ওরফে বং গাই ফেসবুকে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। সোমবার রাতে তিনি একটি স্ক্রিনশট পোস্ট করে জানান, সম্প্রতি কৃষ্ণনগরে একটি শো করতে গেলে এক তৃণমূল নেতা বিকাশ কর্মকার তাকে হুমকি দেন। স্ক্রিনশটটি পোস্ট করে কিরণ লেখেন, “এই ব্যক্তি দলের কর্মীদের আমাকে মারার জন্য উস্কানি দিয়েছেন। বিকাশ কর্মকারের প্রোফাইল দেখে বুঝলাম তিনি ক্ষমতাশালী ব্যক্তি। তাঁর সঙ্গে দেবাংশু ভট্টাচার্যের ছবি দেখলাম। আমি জানি দেবাংশু কখনোই এমন হুমকির সমর্থন করবেন না। কিন্তু বাড়ির কাছাকাছি হওয়ায় একটু ভয় পাচ্ছি। আমাকে জানাবেন কী করা উচিত?”
কিরণ আরও অভিযোগ করেন, বিকাশ কর্মকারের ঘনিষ্ঠ সুরজিৎ দাস তাকে অনলাইনে অপমান করে এবং তার আয়ের ক্ষতি করার চেষ্টা করছেন। এর পেছনের কারণ হিসেবে কিরণ বলেন, “তিলোত্তমা নিয়ে প্রতিবাদ করেছিলাম বলেই এমনটা হচ্ছে।” বিকাশ কর্মকারের স্ক্রিনশটে দেখা যায় তিনি লেখেন, “দলের ছেলেরা জুতো নিয়ে রেডি থাকুক। যদি সেটা পারো তবে বুঝবো কিছু একটা করেছ।”
এই ঘটনায় কিরণ দত্ত তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে ট্যাগ করেন। দেবাংশু দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে কিরণের পাশে দাঁড়ান। বিকাশ কর্মকারের মন্তব্যের কড়া সমালোচনা করে দেবাংশু কিরণের পোস্টে লেখেন, “এসব মন্তব্য কী শোভা পায়? একজন দলের অফিসিয়াল পোস্ট হোল্ডার হয়ে এমন বক্তব্য দেওয়া ঠিক নয়। হিংসার প্ররোচনা দেওয়া আমাদের কাজ নয়। রাগের বহিঃপ্রকাশ নিজের কাজ দিয়ে দেখাও। প্লিজ, এভাবে দলের সম্মানহানি কোরো না। এই মন্তব্য দল বা আইটি সেল সমর্থন করে না।”
দেবাংশুর সমর্থনের পর কিরণ দত্ত তার পোস্ট ডিলিট করেন এবং লেখেন, “আমাকে নিয়ে ভবিষ্যতে মজা করুন, কিন্তু মারার হুমকি দেবেন না। সেটা কখনোই গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, আর জি করে চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে অনেক শিল্পীর সঙ্গে পথে নেমেছিলেন কিরণ দত্ত। সেই প্রতিবাদ নিয়ে বিতর্ক তৈরি হয়। একাংশের তৃণমূল কর্মী শিল্পীদের বয়কটের ডাক দেন।