এসএসকেএম থেকে ছাড়া পেলেন (Madan Mitra) মদন মিত্র। নিউমোনিয়া নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। আজ তিনি এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া হয়েছে মদন মিত্রকে। তার শারীরিক অবস্থা ঠিক থাকলেও এখনও দুর্বল রয়েছেন তিনি।
তার হাত ভেঙে যাওয়ার জন্য যে অস্ত্র প্রচার করা হয়েছিল তার স্টিচ এখনো রয়েছে। কিছুদিন বাদে ফের চিকিৎসার জন্য আসতে বলা হয়েছে মদন মিত্রকে। স্থিতিশীল থাকায় তাকে বাড়ি ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সময় তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কেমন আছেন তিনি স্পষ্ট বলেছেন তিনি ভালো নেই। অত্যন্ত ব্যথায় রয়েছেন মদন মিত্র। চিকিৎসকেরা জানাচ্ছেন অস্ত্রপচারের ব্যথাটা কিছুটা হলেও থাকবে। তার অন্যান্য শারীরিক অবস্থা থেকে তিনি অনেকটাই মুক্ত। তাই তাকে উডবান ওয়ার্ড থেকে ছুটি দেওয়া হয়েছে। বাড়ি ফিরছেন মদন মিত্র।
প্রাক্তন মন্ত্রী ও বর্তমান তৃণমূল বিধায়ক মদন মিত্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে থাকার সময় পড়ে গিয়েছিলেন। তার কাঁধের হাড়ে পরে অপারেশন হয়। হেভিওয়েট তৃণমূল নেতা মদন মিত্র আপাতত স্থিতিশীল। তাই তাকে ছুটি দিল SSKM হাসপাতাল কর্তৃপক্ষ। হুইল চেয়ারে তাকে বাইরে আনা হয়। তিনি অত্যন্ত দূর্বল। তাই এখনই কোনওরকম রাজনৈতিক কাজে নামতে পারবেন না বলে জানা যাচ্ছে।