আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে ইঁদুর দৌড়ে নেই তৃণমূল। আজ সোমবার সাফ সাফ জানিয়ে দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেইসঙ্গে তিনি জানিয়ে দিলেন, আদপে কার সঙ্গে লড়াই করতে ময়দানে নামলে তৃণমূল দল।
মূলত ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে পাত্তাই দিতে চাইলেন না কুণাল। আজ তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘এখানে বিজেপি নেই। মানুষ বিজেপিকে ভোট দেবে না। তৃণমূলের লড়াই সিবিআই, ইডি, এনআইএ-র বিরুদ্ধে। নির্বাচন তৃণমূল, সিবিআই, ইডি, এনআইএ-র মধ্যে হবে। বিজেপি কোথাও নেই। বাংলার মানুষ আমাদের সমর্থন করবে।’
উল্লেখ্য, দেশ এই মুহূর্তে নির্বাচনী মুডে রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালে ৭ দফায় ভোট হতে চলেছে। এ জন্য নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ভোট গণনা হবে ৪ জুন। এদিকে লোকসভা ভোটের আগে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। নেতা বদল থেকে শুরু করে রাজনৈতিক বাগাড়ম্বর, পর্ব চলছে। এমন পরিস্থিতিতে প্রতিদিনই দেখা যাচ্ছে নানা রাজনৈতিক পাল্টাপাল্টির ঘটনা। ২০২৪ সালে সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। প্রথম দফা অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল।
নির্বাচন প্রক্রিয়া চলবে ৪৩ দিন। একই সঙ্গে আগামী ৪ জুন নতুন সরকারের নাম ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে।
#WATCH | Kolkata: TMC leader Kunal Ghosh says, “…There is no BJP here…People will not vote for BJP…TMC’s fight is against CBI, ED and NIA. The election is between TMC and CBI, ED and NIA. BJP is nowhere. The people of Bengal will support us.” pic.twitter.com/b1WlN2TEsQ
— ANI (@ANI) April 8, 2024