অনৈতিক কাজে যুক্ত হলে নিজেকেই মৃত্যুদণ্ড দেব: ফিরহাদ হাকিম

  দুর্নীতির একাধিক মামলায় জর্জরিত তৃণমূল কংগ্রেস (TMC) সরকার। সিবিআই, ইডি জোড়া তদন্তে জেরবার। মুখ্যমন্ত্রীর ভাষণে তাঁর বাড়িতেও সিবিআই আসার আশঙ্কা করে দলীয় কর্মীদের পথে…

অনৈতিক কাজে যুক্ত হলে নিজেকেই মৃত্যুদণ্ড দেব: ফিরহাদ হাকিম

 

দুর্নীতির একাধিক মামলায় জর্জরিত তৃণমূল কংগ্রেস (TMC) সরকার। সিবিআই, ইডি জোড়া তদন্তে জেরবার। মুখ্যমন্ত্রীর ভাষণে তাঁর বাড়িতেও সিবিআই আসার আশঙ্কা করে দলীয় কর্মীদের পথে নামার বার্তা দিয়েছেন। এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দাবি, তিনি যদি কোনও অনৈতিক কাজ করেন তাহলে নিজেকেই মৃত্যুদণ্ড দেব।

স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে ফিরহাদ হাকিম আরও বলেন, মিথ্যে মামলা করা হচ্ছে। এটার মদত দিচ্ছে সিপিআইএম। কোর্টে নিয়ে গিয়ে কেস দেওয়াচ্ছে। সেটা লুফে নিচ্ছে বিজেপি। আমাদের সকলের ওপরে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আজকে এই দলের অফিসে আমরা বলতে পারি। আমি আপনাদের মধ্যে থেকে জীবন শুরু করেছি। জীবনে কোনদিন অনৈতিক কাজ করিনি। জীবনে কোনদিন অনৈতিক কাজ করব না। যদি জীবনে মনে হয় আমি অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, তাহলে কোন সিবিআইকে নয়, আমি নিজেকে মৃত্যুদণ্ড দেবো।

Advertisements

এর পরেই সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কটাক্ষ, উনি যদি ঘোষণা করেন মৃত্যুদণ্ড দিচ্ছি সেটা অপরাধ। প্রথমে এদেরকে বলতে হবে মাথা ঠিক রাখুন। ঘাবড়িও না, দুশ্চিন্তা করো না। আর এখনও সিপিআইএম একটাও মামলা করেনি। উনি কেন সাংবাদিক বৈঠক করে অশোক ভট্টাচার্যের নাম বলতে গেলেন, কান্তি গঙ্গোপাধ্যায়ের নাম বলতে গেলেন। তারপরেই আমরা বললাম যে আমরা আরও অনেক নেতাদের নাম দেব। খমোখা ছোট নেতাদের নাম জড়িয়ে দিলেন।

মেয়র ফিরহাদের দাবি, সবাইকে অন্যায় এবং চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। সবাইকে ব্যক্তিগত অপমান করা, কুৎসা করা হচ্ছে।