চোরাই হাতির দাঁত সহ বিহারে গ্রেফতার বাংলার তৃণমূল নেতা

বিহারে হাতির দাঁত পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন বাংলার তৃণমূল নেতা অশোক ওঝা (TMC Leader Ashok Ojha)। বড়বাজারের ৪২ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল নেতার বিরুদ্ধে হাতির…

বিহারে হাতির দাঁত পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন বাংলার তৃণমূল নেতা অশোক ওঝা (TMC Leader Ashok Ojha)। বড়বাজারের ৪২ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল নেতার বিরুদ্ধে হাতির দাঁত চোরাচালানের অভিযোগ উঠেছে। বিহারের বক্সারে রাহপুর থানার দেবকুলি গ্রামের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় বন দফতর।

জানা যাচ্ছে,ওই বাড়িটি অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর বাড়িতে বন দফতর অভিযান চালিয়ে দুটো হাতির দাঁত উদ্ধার করেছে। জানা যাচ্ছে, বন দফতরের উদ্ধার করা দুটি দাঁতের ওজন প্রায় ৪০ কেজি। আর সেগুলো লক্ষাধিক টাকা মূল্যের বলে জানিয়েছে বন দফতর।

   

অভিযুক্ত তৃণমূল নেতা অশোক ওঝা বর্তমানে অশোক তৃণমূলের হিন্দি সেলের সহ-সভাপতি পদে রয়েছেন। জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর ‘ঘনিষ্ঠ’ বলেও তিনি পরিচিত। ইতিমধ্যেই বিহার পুলিশ ওই ধৃত তৃণমূল নেতা সহ আরও ৫ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

তবে এদিকে বিহারের বক্সারে বাংলার তৃণমূল নেতার এরকম ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। অশোক ওঝার গ্রেফতারি ও এই ঘটনা প্রসঙ্গে বিবেক জানিয়েছেন, “আমি শুনেছি ওরা (অশোক ঝা) বাড়িতে হাতি রাখত।

বিহারের অনেকেই হাতি রাখেন বাড়িতে। সম্প্রতি ওদের একটি হাতি মারা যায়। সেই মরা হাতি তাঁরা বিক্রি করে দিয়েছিল। হাতির দাঁত দু’টি রেখে দিয়েছিল বাড়িতে। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দল এবং সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।”