জামিন পেয়ে ‘উৎসবে’ ফিরছেন দিদির কেষ্টা

পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট। কিছু দিন আগে অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন।মেয়ের পর এবার অনুব্রত মন্ডল (Anubrata Mondal) জামিন পেলেন৷ সিবিআইয়ের পর এবার…

পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট। কিছু দিন আগে অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন।মেয়ের পর এবার অনুব্রত মন্ডল (Anubrata Mondal) জামিন পেলেন৷ সিবিআইয়ের পর এবার ইডির মামলাতেও পুজোর আগেই জামিন পেলেন তিনি৷ গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মন্ডল৷ তিহা়ড় জেলে ছিলেন তিনি৷

২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মন্ডলকে৷ এরপর ২০২৩ সালে ওই মামলাতেই তাঁর কন্যা সুকন্যাকে গ্রেফতার করেন ইডি। তারপর তিহাড় জেলে ঠাঁই হয়েছিল বাবা এবং কন্যার। এই মামলায় বহুবার তাঁদের মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। সম্প্রতি সিবিআইয়ের করা মামলাটিতে সুপ্রিম কোর্ট থেকে অনুব্রত জামিন পেয়েছিলেন। কিন্তু ইডির মামলায় তাঁকে জেলে থাকতে হচ্ছিল। শুক্রবার সেই মামলাতেও জামিন মিলল অনুব্রত মন্ডল।