Loksabha election 2024 : দিলীপ ঘোষ ‘মহিলা’ দেখলেই কুকথা বলেন, অভিযোগ তৃণমূলের

বুধবার নির্বাচন কমিশনে নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ করল ঘাসফুল শিবির। এইদিন ঘাসফুলের ১০ প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছে। এই প্রতিনিধে…

Dilip Ghosh Celebrates Birthday at Eco Park, Just a Day After His Wedding

বুধবার নির্বাচন কমিশনে নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ করল ঘাসফুল শিবির। এইদিন ঘাসফুলের ১০ প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছে। এই প্রতিনিধে দলে ছিলেন ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কুনাল ঘোষ এবং তৃণমূলের প্রথম সারির নেতারা।

Advertisements

অভিযোগ জানানোর পরে এইদিন তাঁরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ” মহিলা দেখলেই উনি যে ভাবে খারাপ কথা বলেন, আমরা এর তীব্র নিন্দা করছি।” এখানেই শেষ নয়,তিনি আরও বলেন ”আসলে ওঁরা বাঙালি নারীদের আদ্যন্ত অপছন্দ করেন।”

   

প্রসঙ্গত মঙ্গলবার দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন। তারপরেই নড়েচড়ে বসে ঘাসফুল শিবির। মমতাকে নিয়ে দিলীপের মন্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তারই প্রেক্ষিতে রিপোর্ট চায় কমিশন। শুধু তাই নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেও শো-কজ নোটিস ধরানো হল দিলীপ ঘোষকে। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন,” যা বলার নির্বাচন কমিশনকে বলব। ”