দুর্নীতিতে জড়িত ‘জনৈক অভিষেক’, নাম কাটল তৃণমূল কংগ্রেস

অভিষেকের নামই কেটে দিল তৃ়ণমূল (TMC)! এমনই ঘটনায় শাসকদলে প্রবল আলোড়ন। আঞ্চলিক দল হয়ে গেলেও তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই নাম…

TMC Worker Injured Due to Factional Clash Between MLA and Former Block President

অভিষেকের নামই কেটে দিল তৃ়ণমূল (TMC)! এমনই ঘটনায় শাসকদলে প্রবল আলোড়ন। আঞ্চলিক দল হয়ে গেলেও তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই নাম লিখেও কাটতে হল বৃহস্পতিবারের মহাবৈঠকের মঞ্চে। নেতাজি ইন্ডোরে হবে বৈঠক। যেটি রাজ্য সম্মেলনের চেহারা নিতে চলেছে।

নিয়োগ দুর্নীতির সাপ্লিমেন্টারি চার্জশিটে ‘জনৈক অভিষেক’ নাম লিখেছে সিবিআই। তারও পদবী বন্দ্যোপাধ্যায়। এই চার্জশিটে জনৈক অভিষেকের পরিচয় নেই। তবে চার্জশিট প্রকাশের পরেই তৃণমূলের মহাবৈঠকের ব্যানারে লেখা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কাটা হল।

   

সাংগঠনিক পদাধিকারী অভিষেক কি বৈঠকে আসবেন? এমন প্রশ্নে সরগরম তৃণমূল অন্দরমহল। তবে দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। তিনি থাকলেই সব হবে বলছেন রাজ্য নেতারা।

আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে হঠাৎ সাংগঠনিক কর্মসূচিতে কিছুদিন যাবত অদৃশ্য হয়ে গেছেন অভিষেক। এই ধরণের নিষ্ক্রিয়তা দেখে তৃণমূল অন্দরে প্রশ্ন কিছু একটা ঘটেছে।

Advertisements

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে কণ্ঠস্বরের নমুনা দিয়েছিলেন ‘কালীঘাটের কাকু’ বলে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্র। তার কণ্ঠস্বরের নমুনাসহ সাপ্লিমেন্টারি চার্জশিটে লেখা রয়েছে ‘জনৈক’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। রিপোর্টে লেখা আছে ওই ব্যক্তি ‘কাকুর’ কাছে ১৫ কোটি টাকা দাবি করেছিলেন।

এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে অডিও বার্তায় পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। তবে চার্জশিটে তাদের পরিচয় উল্লেখ করেছে সিবিআই। আর অভিষেক নামের সঙ্গে কোনো পরিচয় নেই।