সপ্তম দফা ভোটের দিন সকালে রেকর্ড গড়ল তৃণমূল, জেনে নিন কোন রেকর্ড

লোকসভা ভোটের সপ্তমদফার দিন সকাল ১১টা পর্যন্ত যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে, সেই নিরিখে রেকর্ড গড়ল তৃণমূল! নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে শনিবার…

tmc-despite-losing-the-lok-sabha-vote-the-strong-fight-could-make-this-trinamool-mla-a-minister

লোকসভা ভোটের সপ্তমদফার দিন সকাল ১১টা পর্যন্ত যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে, সেই নিরিখে রেকর্ড গড়ল তৃণমূল! নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে শনিবার সকাল ১১টা পর্যন্ত নির্বাচনে কমিশনে অভিযোগ সংখ্যা ছাড়িয়েছে হাজারের ওপর আর সেই অভিযোগের খতিয়ানেই রেকর্ড গড়ল ঘাসফুল শিবির। জানা গিয়েছে এখন পর্যন্ত যত অভিযোগ জমা পড়েছে তার মধ্যে নেই তৃণমূল তরফে কোনও অভিযোগ। যা লোকসভা ভোটের নিরিখে রেকর্ড।

বাংলার সপ্তম দফায় সকাল ১১টা পর্যন্ত মোট ১৪৫০টি অভিযোগ জমা পড়ল কমিশনে। এর মধ্যে বিজেপি ৭৬টি, সিপিএম ১৪২টি এবং কংগ্রেস ন’টি অভিযোগ জানিয়েছে। এখনও অবধি একটিও অভিযোগ জমা পড়েনি শাসকদল তৃণমূলের পক্ষ থেকে। আরও জানা গিয়েছে যে নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত বাংলার নয় আসনে গড় ভোটদানের হার ২৮.১ শতাংশ। ভোটদানের হারে এখনও এগিয়ে বসিরহাটই যেখানে ভোট শতাংশ ৩২.৫৭ । ভোটদানের হারে বাংলার নয় আসনের মধ্যে এগিয়ে বসিরহাট।

   

প্রসঙ্গত বাকি ছয় দফায় সকালেই তৃণমূলের তরফে প্রচুর অভিযোগ জমা পড়লেও এইদিন দেখা গেল অন্য ছবি। ভোটের সকালে এইদিন তৃণমূল কোনও অভিযোগই করল না। একদম ‘গুড বয়’ হয়ে রইল ঘাসফুল শিবির। অন্যদিকে এইদিন সকাল থেকে বেশ কিছু অশান্তির খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছে কলকাতা পুলিশ। শুধু তাই নয়, কলকাতার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল ছাপ্পা ভোট মারছে বলে অভিযোগ বিজেপির। কলকাতা উত্তর কেন্দ্রের বেলেঘাটার ফুলবাগানে ২২০ নম্বর বুথের কংগ্রেসের বুথ এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে।