‘বিজেপির কথায় চলছে এনআইএ (NIA)।’ আজ রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করা হল দলের তরফে। ভূপতিনগরকাণ্ডে মূলত চক্রান্ত দেখছে তৃণমূল।
আজ কুণাল ঘোষ বলেন, ‘এনআইএ-র এসপির বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি। ২৬ মার্চ NIA-র এসপির বাড়ি যান জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল নেতাদের তালিকা তুলে দেওয়া হয়। কাদের বাড়ি যাবে এনআইএ বলে দেওয়া হয়।’ কুণাল ঘোষের দাবি, জিতেন্দ্র ও এনআইএ-র এসপির টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হোক। এমনকি সাদা প্যাকেটে অর্থ লেনদেনের বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ। এনআইএ-র বিরুদ্ধে বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতারের অভিযোগ করেছে শাসক দল।
ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তদন্তের জন্য গতকাল শনিবার পূর্ব মেদিনীপুরের এ জায়গায় হাজির হন এনআইএ-র আধিকারিকরা। যদিও ইডির মতোই গতকাল হামলার শিকার হয় এই কেন্দ্রীয় এজেন্সি। গ্রামবাসীরা চড়াও হন আধিকারিকদের ওপর। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। এমনকি বিক্ষোভের জেরে এনআইএ-র এক আধকারিকের মাথা অবধি ফেটে গিয়েছে।
এই ভূপতিনগরের কাণ্ডকে ঘিরে তৃণমূল ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দড়ি টানাটানি হচ্ছে। NIA-র ওপর হামলা প্রসঙ্গে বিজেপি বলছে, পরিকল্পিত হামলা চালিয়েছে তৃণমূল।