Loksabah election 2024: মহম্মদ সেলিমের বিরুদ্ধে মারধরের অভিযোগ, গ্রেফতারের দাবি

লোকসভা ভোটে (Loksabah election 2024) তৃতীয় দফা নির্বাচন শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক অশান্তির খবর পাওয়া গিয়েছে। কোথাও ভোটারকে ভোটদানে বাঁধা…

Md Selim

লোকসভা ভোটে (Loksabah election 2024) তৃতীয় দফা নির্বাচন শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক অশান্তির খবর পাওয়া গিয়েছে। কোথাও ভোটারকে ভোটদানে বাঁধা আবার কোথাও কংগ্রেস নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। বাংলার চার কেন্দ্রে নির্বাচনে একের পর এক অভিযোগে কার্যত অভিযোগের পাহাড় জমা পড়েছে নির্বাচন কমিশনে।

Advertisements

কমিশন সূত্রে খবর এইদিন সকাল ১১টা অবধি অভিযোগ সংখ্যা প্রায় ১৮২টি। এইদিন সকাল থেকেই মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমকে ভীষণ ভাবে সক্রিয় দেখা গিয়েছে। বুথে গিয়ে সিপিএমের ভুয়ো এজেন্ট ধরা থেকে  কোথায় ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না সব জায়গায় অতি সক্রিয় থেকেছেন মহম্মদ সেলিম।  কিন্তু এইবার সেই সেলিমের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল এক তৃণমূল কর্মী।

   

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কর্মীদের দাবি সেলিম এলাকায় এসে অশান্তি তৈরির চেষ্টা করছেন। এলাকার এক তৃণমূল কর্মী নাম হিটলার সরকার তিনি আবার অভিযোগ করেন সেলিম নাকি তাঁর কলার ধরেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন যে সেলিম নাকি তাঁর কলার ধরেছেন। তাঁর গায়ে হাতও তোলেন। প্রসঙ্গত গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে ভুয়ো ভোটার ধরার পরেই তিনি গ্রামের ভিতরে ঢুকে যান তখন এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে সকাল ৯টা পর্যন্ত মালদহ উত্তরে ভোট পড়েছে ১৫.৩৩ শতাংশ।মালদহ দক্ষিণে ভোট পড়েছে ১৬.৩০ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ১৬.৯৫ শতাংশ এব‌ং ওই সময়ের মধ্যে মুর্শিদাবাদে ভোট পড়েছে ১৪.৮৭ শতাংশ। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ১৫.৮৫ শতাংশ।