রাজ্য ও রাজ্যপাল সংঘাত বরাবরই সংবাদ শিরোনামে উঠে এসেছে। এবারও তার অনিয়ম হল না, কিন্তু বরং একদিকে যখন তৃতীয় দফায় লোকসভা নির্বাচন হচ্ছে, তখন রাজ্যপাল সিভি আনন্দ বসুকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করল তৃণমূল (TMC)। বর্তমান রাজ্যপালকে ‘পদ্মপাল’ বলে আক্রমণ করা হল।
আজ মঙ্গলবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে বড় মন্তব্য করেন তৃণমূল নেতা শান্তনু সেন। তিনি বলেছেন, “বিজেপিকে খুশি করতে রাজ্যপাল সবই আনন্দ বসু (CV Ananda Bose) জগদীপ ধনখড়ের পদাঙ্ক অনুসরণ করছেন। বিজেপিকে খুশি করেই ভারতের উপরাষ্ট্রপতি হয়েছেন জগদীপ ধনখড়। ফলে এখন এই রাজ্যপালও বিজেপিকে খুশি করার চেষ্টা করছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কাজ করছেন। উনি দিদিগিরির কথা বলছেন, কিন্তু রাজ্যপাল নিজে একজন পদ্মপাল হয়ে গিয়েছেন।”
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে সরগরম হয়ে রয়েছে বাংলা। রাজ্যপাল সিভি আনন্দ বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌন হয়রানির অভিযোগের জবাব দিয়েছেন, তার রাজনীতিকে “নোংরা” বলে অভিহিত করেছেন এবং চলমান নির্বাচনের সময় রাজনৈতিক বিতর্কে টেনে আনার বিষয়ে হতাশা প্রকাশ করেছেন। এর আগে রাজভবনে এক মহিলা কর্মীর সঙ্গে রাজ্যপাল রাজ্যপালের অসদাচরণের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
#WATCH | Kolkata, West Bengal: TMC leader Santanu Sen says, “Governor is following the footsteps of Jagdeep Dhankhar to please BJP. Jagdeep Dhankhar became the Vice President of India by pleasing the BJP. He (Governor) is also trying to please the BJP… He is working against the… pic.twitter.com/d5wcs4CxCx
— ANI (@ANI) May 7, 2024