Monday, December 8, 2025
HomeWest BengalKolkata CityDurgapur: দলবদলু নেতার বাড়িতে পরপর বোমা পড়ার অভিযোগ

Durgapur: দলবদলু নেতার বাড়িতে পরপর বোমা পড়ার অভিযোগ

- Advertisement -

ভোটের আবহে আবার বোমা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে পর পর বোমা পড়ার ঘটনা ঘটেছে দুর্গাপুরের কণিষ্ক এলাকায়। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অভিষেক রায়। অভিযোগ, তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ শুরু হয়। বিজেপি স্থানীয় এক তৃণমূল নেতার দিকে অভিযোগ তুলেছে আবার ওপর দিকে তৃণমূল এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে উল্লেখ করে।

জানা গিয়েছে রবিবার গভীর রাতে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিষেকের বাড়ি লক্ষ্য করে পর পর বোমা ছোঁড়ার ঘটনা ঘটে। বোমার শব্দে পাড়ার লোকেরা ছুটে আসে। অভিষেক রায় এই পুরো ঘটনার জন্য স্থানীয় তৃণমূল নেতা বান্টি সিংহের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। শনিবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিষেক। বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের নেতা হিসাবে পরিচিত ছিলেন। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পরেই শুরু হয় গণ্ডগোল। শনিবার তৃণমূল বিজেপি দুই শিবিরের মধ্যে ইট বৃষ্টির ঘটনা ঘটে। তারপরে রবিবার রাতে মুহুর্মুহু বোমা পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

   

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। ইতিমধ্যেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ বিজেপির আদি এবং নব্য গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি এই ঘটনা ঘটিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ঘটনার জেরে ঘটনাস্থলে যেতে পারেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular