TMC:মোদীর সভার পরেই তৃণমূলের সাংবাদিক বৈঠক,প্রতিশ্রুতি নামে ভাঁওতার অভিযোগ

কোচবিহারের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভার পরে তৃণমূল সাংবাদিক বৈঠক করে একযোগে আক্রমণ করল বিজেপি এবং নরেন্দ্র মোদীকে। বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের তরফে কুণাল ঘোষ এবং শিক্ষামন্ত্রী…

tmc

কোচবিহারের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভার পরে তৃণমূল সাংবাদিক বৈঠক করে একযোগে আক্রমণ করল বিজেপি এবং নরেন্দ্র মোদীকে। বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের তরফে কুণাল ঘোষ এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলন করে ঝাঁঝালো ভাষায় আক্রমণ শানালেন।

কুণাল ঘোষ বলেন, ” মোদীর গ্যারেন্টি মানে ভাঁওতা।” শুধু তাই নয় তিনি আরও অভিযোগ করেন, ” মানুষকে বোকা বানাচ্ছে মোদী! আর মোদীর পরিবার কাকে বলছেন?” তিনি দাবি করেন, ” যে সমস্ত বিজেপি প্রার্থীরা সিএএ ফর্ম ফিলাপ করবেন বলছেন তাঁরা আগে বলুক আমরা ভারতের নাগরিক নয়। তাঁদের প্রার্থীপদ বাতিল করা হোক।”

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কোচবিহারে মোদীর কথার প্রসঙ্গ টেনে বললেন, ” উনি দশ বছর ধরে ট্রেলর দেখাচ্ছেন। পুরো সিনেমা কবে আসবে?” কুণাল ঘোষ সিপিএম এবং কংগ্রেসকে বিজেপির দুইভাই বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, ” উনি এত কথা বললেন অথচ একবারও ঝড় বিধ্বস্ত গ্রামবাসীদের নিয়ে কিছু বললেন না।”

Advertisements

এখানেই শেষ নয় এইদিন সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, ” বিজেপি প্রথম সভা করেই ব্যাকফুটে। মোদীর মধ্যে সেই ব্যাপারটা নেই!” একটু থেমে তিনি আরও বলেন, ” এই বিজেপিরা মহিলাদের জন্য দরদ দেখাচ্ছেন? মনে নেই উন্নাও, হাসরথ?”