একুশের মঞ্চে এবার বড় বদল, তাক লাগানো চমক তৃণমূলের

ব্রিগেডের পর এবার ধর্মতলা, মঞ্চ সজ্জায় এবার চমক দেবে তৃণমূল। গত মার্চে লোকসভা ভোট ঘোষণার আগেই ব্রিগেডে সভা করেছিল তৃণমূল। সেই সভা থেকেই ঘোষণা করা…

tmc 21 july shahid diwas stage design , তৃণমূলের ২১ জুলাই মঞ্চের নকশায় বদল

ব্রিগেডের পর এবার ধর্মতলা, মঞ্চ সজ্জায় এবার চমক দেবে তৃণমূল।

গত মার্চে লোকসভা ভোট ঘোষণার আগেই ব্রিগেডে সভা করেছিল তৃণমূল। সেই সভা থেকেই ঘোষণা করা হয়েছিল বাংলার ৪২ কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের নাম। ব্রিগেডে সেদিন ব়্যাম্প ওয়াক করে তার লাগিয়েছিলেন তৃণমূল নেত্রী। সঙ্গে ছিলেন ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সব প্রার্থীরা। ব্রিগেডে ঐতিহাসিক বহু সভা হয়েছে। কিন্তু তৃণমূলের সেদিনের ‘জনগর্জন সভা’র ব়্যাম্প চমকে দিয়েছিল সকলকে।

   

সেই চমক এবার থাকছে ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চেও। অন্যান্যবারের তুলনায় এবার ২১শের মঞ্চ কিছুটা অন্যরকম। থাকছে ব়্যাম্প!

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এবার ২১শে তৃণমূলের জোড়া কর্মসূচি। মঞ্চ থেকে চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলের দারুণ ফল উৎসর্গ করা হবে শহিদদের প্রতি। ফলে দিনটি জোড়-ফুল বাহিনীর কাছে হতে চলেছে বিশেষ। ফলে নতুনত্বের ছোঁয়া থাকা স্বাভাবিক।

এ বছরের একুশের মঞ্চসজ্জাতে বদল রয়েছে। মঞ্চের সামনের অংশের চওড়ায় খানিকটা বাড়ানো হচ্ছে। থাকছে দলনেত্রীর জন্য আলাদা র‌্যাম্প। সেই মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষের পথে। শুক্রবার তা পরিদর্শন করেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল সহ অন্যান্য আধিকারিকরা।

শিয়ালদহ শাখায় ফের যাত্রী ভোগান্তি! ২০-২১ জুলাই বাতিল বহু লোকাল ট্রেন

বৃষ্টিতে যাতে কোনও ক্ষতি না হয় তাই মঞ্চের ব্যাকড্রপ আগের তুলনায় মোটা করা হচ্ছে। ৪০ ফুট বাই ৩০ ফুট। থাকছে ১৩ জায়ান্ট স্ক্রিন৷ প্রায় ৪০০০ স্বেচ্ছাসেবক।

কেমন হবে মঞ্চ?

– মঞ্চের আকৃতি হবে ইংরেজি অক্ষর এল (L)-এর মত।

– দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মঞ্চের সামনের ভাগ থাকছে। এই অংশের মাপ ৫২ ফুট বাই ২৮, উচ্চতা ১০ ফুট। আগে এর মাপ থাকতো ৪৮ ফুট হতো।

– দ্বিতীয় ভাগ ৪৮ ফুট বাই ২৪ ফুট, উচ্চতা ১১ ফুট।

– তৃতীয় ভাগ হবে ৪৮ ফুট বাই ২০ ফুট, উচ্চতা ১২ ফুট।

জানা গিয়েছে, মঞ্চের প্রথম ভাগে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমন্ত্রিত অতিথিরা। বাকি দু’টি মঞ্চে থাকবেন তৃণমূল সাংসদ, বিধায়করা। এছাড়া মুখ্যমন্ত্রীর জন্য আলাদা র‌্যাম্প থাকছে। এছাড়া অন্যান্য মন্ত্রীদের জন্য র‌্যাম্প তৈরি হচ্ছে।