শনিবার সকাল থেকেই মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে কলকাতার আকাশ। পুজোর মুখে আকাশের এই অবস্থা দেখে অনেকেই চিন্তায় পড়েছেন। পুজোর মধ্যে বৃষ্টি হবে কিনা কিংবা টানা বৃষ্টির জেরে পুরো পুজোটাই মাটি হয়ে যাবে কিনা সেই চিন্তাই এখন ঘোরপাক খাচ্ছে মানুষের মনে। তাহলে পুজোর মধ্যে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়? আর শনিবার সারাদিন কেমন থাকবে কলকাতা থেকে শুরু করে অন্যান্য জেলার আবহাওয়া (Weather Update)?
শুক্রবার থেকেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরী হয়ে গিয়েছে। যার জন্য এদিন রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। তবে শনিবার সকাল থেকেই মেঘের দেখা মেলেনিমহানগরীর আকাশে। আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, শনিবার অর্থাৎ আজ কলকাতা শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে শনিবারে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু কাল অর্থাৎ রবিবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে। এদিকে শনিবার আগেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। কারণ আজ সমুদ্র উত্তাল থাকবে।
৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। আর অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। এর জন্য উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। অন্যদিকে শনিবার সারাদিনই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। শনিবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাগুলোতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় ধস নামতে পারে। সেইসঙ্গে প্লাবিত হতে পারে নীচু এলাকা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। ক্ষতি হতে পারে শস্যের। তবে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে আবহাওয়ার উন্নতি হতে পারে। এদিকে শনিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। তবে আলিপুর আবহাওয়া সূত্রে খবর অনুযায়ী, এবার পুজোতেও টানা বৃষ্টি চলতে পারে।