রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত! কলকাতা সহ ভাসতে পারে এই সমস্ত জেলাগুলি

রাজ্যজুড়ে ফের সক্রিয় মৌসুমি অস্বাভাবিকতা (Weather Update)। কখনও রোদের ঝলক, কখনও মেঘের ছায়া—দিনভর আবহাওয়া যেন রীতিমতো খেলায় মেতেছে। তবে সন্ধে নামলেই নাটকীয়ভাবে বদলে যাচ্ছে চিত্র।…

Rain Forecast for West Bengal: Heavy Showers Expected Till July 3rd

রাজ্যজুড়ে ফের সক্রিয় মৌসুমি অস্বাভাবিকতা (Weather Update)। কখনও রোদের ঝলক, কখনও মেঘের ছায়া—দিনভর আবহাওয়া যেন রীতিমতো খেলায় মেতেছে। তবে সন্ধে নামলেই নাটকীয়ভাবে বদলে যাচ্ছে চিত্র। প্রবল ঝড়-বৃষ্টি, (Weather Update) দমকা হাওয়া এবং বজ্রপাত—এই ত্র্যহস্পর্শে আগামী তিন দিন, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, রোববার থেকে শুরু হওয়া এই আবহাওয়ার(Weather Update) ভোলবদল চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। বিশেষত সন্ধের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হবে কালবৈশাখীর(Weather Update) প্রকোপ। দক্ষিণবঙ্গের বহু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত তো রয়েছেই।

   

রবিবার বিকেল থেকেই কলকাতা ও সংলগ্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update) ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। তবে কলকাতার তুলনায় বেশি দুর্যোগের সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনায়। এই জেলাগুলোতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে সন্ধের পর বজ্রপাত ও ভারী বৃষ্টির জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন দিন এই এলাকাগুলিতে প্রাকৃতিক দুর্যোগ মারাত্মক আকার নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

হাওয়া অফিসের (Weather Update) তথ্য অনুযায়ী, এই পরিবর্তনশীল আবহাওয়ার নেপথ্যে রয়েছে বাংলাদেশের উত্তর দিকে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে শুরু হয়ে রাজস্থান ও মধ্যপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা বঙ্গোপসাগর (Weather Update) থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে আনছে, যার ফলে দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি।

Advertisements

উত্তরবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস(Weather Update) রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকতে পারে। তবে রাজ্যজুড়ে আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাইকুন্ডায়—৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অর্থাৎ সপ্তাহের শুরুর দ্বিতীয় দিনটিতেও দক্ষিণবঙ্গের(Weather Update) প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে পরিস্থিতি হতে পারে আরও গুরুতর।

প্রশাসনের তরফে নাগরিকদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। যাঁরা সন্ধের সময় বাইরে বেরোন, তাঁদের বজ্রপাত থেকে সাবধান থাকতে বলা হয়েছে। খোলা জায়গায় দাঁড়ানো, জল জমে থাকা এলাকায় চলাচল কিংবা বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর।

সারকথা, মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যে (Weather Update) বজায় থাকবে এই ঝড়-বৃষ্টির ধারা। আবহাওয়া যতই খেলা খেলুক, নাগরিকদের উচিত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং সবরকম সাবধানতা অবলম্বন করা।