Rainfall: এখনই থামছে না দুর্যোগ, উত্তরবঙ্গে কমলা, দক্ষিণে হলুদ সতর্কতা জারি

  বাংলার আবহাওয়া নিয়ে ফের একবার বড় তথ্য দিল আলিপুর মৌসম ভবন। বুধবারের পর আজ বৃহস্পতিবারও দফায় দফায় বৃষ্টি (Rainfall) হবে বাংলার একাংশে বলে জানিয়ে…

Rainfall: এখনই থামছে না দুর্যোগ, উত্তরবঙ্গে কমলা, দক্ষিণে হলুদ সতর্কতা জারি

 

বাংলার আবহাওয়া নিয়ে ফের একবার বড় তথ্য দিল আলিপুর মৌসম ভবন। বুধবারের পর আজ বৃহস্পতিবারও দফায় দফায় বৃষ্টি (Rainfall) হবে বাংলার একাংশে বলে জানিয়ে দেওয়া হল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং ঝাড়খণ্ড থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার জেরে উত্তরবঙ্গে ২৩ শে মার্চ পর্যন্ত এবং দক্ষিণবঙ্গে ২১ শে মার্চ পর্যন্ত বজ্রপাত, দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে দক্ষিণবঙ্গের জন্য, আইএমডি একটি হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া যার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে, আজ থেকে শনিবার পর্যন্ত একটি হলুদ সতর্কতা জারি করেছে। এদিন সমস্ত জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

Advertisements

আইএমডির তরফে জারি করা এক বুলেটিন অনুযায়ী, শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় ভারী (৭-১১ সেন্টিমিটার) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ঝাড়খণ্ড থেকে দক্ষিণ অসমে ছড়িয়ে পড়ে নিম্নচাপ। বুধবার নিম্নচাপটি উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের দিকে সরে গেছে। এরপর আজ বৃহস্পতিবার থেকে আরও অনেক জায়গায় বৃষ্টি হবে।